হাওর বার্তা ডেস্কঃ নীলফামারীর কিশোরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে মো. বিপ্লব হোসেন (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (২৭ মার্চ) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহবুবুর রহমান এ আদেশ দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রামেন্দ্রনাথ বর্মন জানান, ২০০৯ সালের ২ নভেম্বর বাসায় একা পেয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন মো. বিপ্লব। স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় মামলা করে। প্রায় ১২ বছর পর মামলার সাক্ষগ্রহণ ও যুক্তিতর্ক বিপ্লবকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।