হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় মামা মাহবুব মিয়ার (২০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৯ মার্চ) বিকেল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব আহমেদ তালুকদার এ আদেশ দেন।
মাহবুব মিয়া উপজেলার উচাখিলা ইউনিয়নের কাজীর বলসা গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত সালাম মিয়ার ছেলে।
কোর্ট ইন্সপেক্টর প্রসূন কান্তি দাস জানান, পুলিশ মাহবুব মিয়ার পাঁচদিনের রিমান্ড আবেদন করলে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে মাহবুব মিয়াকে পাঁচদিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হলে বিচারক বুধবার শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার দুপুর পৌনে ১২টার দিকে মাহাবুব তার দুই ভাগনিকে ঘরে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে। পরে এলাকাবাসী মাহাবুবকে ধাওয়া করলে তিনি স্থানীয় একটি মসজিদে গিয়ে অবস্থান নেন। পরে মসজিদের চারপাশ ঘেরাও করে থানায় খবর দিলে পুলিশ মাহবুবকে আটক করে। এ ঘটনায় ওই দিনই নিহত শিশু তৃপ্তির বাবা মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।