এবার মহিলা আওয়ামী লীগ নয়, ভাগ্যবতী যুব মহিলা লীগের কর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎসবে পার্বনে মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের নারী কর্মীদের শাড়ী উপহার দেন। এর আগে ঈদের সময় মহিলা আওয়ামী লীগের কর্মীরা পেয়েছিলেন। তবে এবার বাংলা নববর্ষে শেখ হাসিনা তার জমানো শাড়ীগুলো যুব মহিলা লীগের কর্মীদের জন্য উপহার দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, যুব মহিলা লীগ সভানেত্রী নাজমা আকতার ও সাধারন সম্পাদক অধ্যাপক অপু উকিল নেত্রীর (শেখ হাসিনা) কাছ থেকে পাওয়া প্রায় দুইশ শাড়ী পৃথকভাবে সংগঠনের কর্মীদের হাতে তুলে দেন। এই শাড়ী পেয়ে বেজায় খুশী যুব মহিলা লীগের কর্মীরা। উপহার দিয়েছেন স্বয়ং তাদের প্রাণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আনন্দে আত্মহারা কর্মীরা ছবিসহ মাতিয়ে তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
আওয়ামী লীগ সভানেত্রী ও দলে যুব মহিলা লীগের কদর আলাদা। বিএনপি জামায়াত শাসনামলে দলের পুরুষ কর্মীদের টপকে যুব মহিলা লীগ কর্মীরা রাজপথে সাহসী প্রতিরোধ গড়েছিলেন। কারও কারও কুংফুসহ পুলিশের বিরুদ্ধে অ্যাকশন চিত্র দেখে স্বয়ং বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধূরীও ভয় পেয়েছিলেন।
২০০৮ সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা নাজমা আকতার ও অপু উকিলসহ অনেককেই সংসদে এনেছিলেন। এবারের সংসদে সাবিনা আকতার তুহিনদেরও এনেছেন। সরকার, দল, প্রশাসন সর্বত্র যুব মহিলা লীগ কর্মীদেরকে সবাই তাদের ভূমিকার জন্যই সমীহ করেন। আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতাও যুব মহিলা লীগ নেত্রীদের গুড বুকে থাকার চেষ্টা করেন। কারণ যুব মহিলা লীগ কর্মীদের আব্দার তাদের দলের সভানেত্রী শেখ হাসিনা সহানুভুতির সঙ্গে নেন। কারণ এরা তার পরীক্ষীত কর্মী।
দলের নেত্রীরা জানান, বিভিন্ন উৎসবে দলের বিভিন্ন সংগঠনের নারী নেত্রীদের উপহার দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত ব্যস্ততার মাঝেও নারী নেত্রীদের উপহার দিতে ভোলেন না তিনি। এবারের বৈশাখে যুব মহিলা লীগের নেত্রীদের নিজের জমানো শাড়ি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এখন পযন্ত অন্য সংগঠনের (যুব মহিলা লীগ বাদে) নেত্রীরা প্রিয় নেত্রীর কাছ থেকে কোনো উপহার পাননি।
এ বিষয়ে মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শিরির রোকসানা পূর্ব-পশ্চিমকে বলেন, নেত্রী (শেখ হাসিনা) বিভিন্ন উৎসবে আমাদের উপহার দেন। এর আগে ঈদেরও উপহার পেয়েছি। তাও ছিল শাড়ি।
তবে এবার এখনও পহেলা বৈশাখের উপহার পাননি বলেও জানান তিনি।
মহিলা আওয়ামী লীগের অপর এক নেত্রীও জানালেন একই কথা। তিনি জানান, ঈদসহ বিভিন্ন উৎসবে নেত্রী (শেখ হাসিনা) আমাদের উপহার দেন।
ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি জানান, এবার শুধুমাত্র যুব মহিলা লীগের নেত্রীদের উপহার হিসেবে শাড়ি দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অন্যদিকে, নেত্রীর কাছে থেকে উপহার পেয়ে ভীষন খুশী যুব মহিলা লীগের কর্মীরা। সযত্নে তুলে রাখা উপহার পাওয়া শাড়ী যখন তিনি পরম স্নেহে তুলে দিলেন প্রিয় কর্মীদের হাতে, তখন শেখ হাসিনার জন্য তাদের ভালবাসা রুপ নিল আনন্দাশ্রুতে। এ যেন উপহার নয়, খোদ প্রিয় মানুষটির আশীর্বাদ, পরম আশ্রয়।
প্রিয় নেত্রীর কাছে থেকে উপহার পাওয়ার আনন্দ-আবেগ ধরে রাখতে পারেননি নেত্রীরা। ব্যক্তিগত আলাপচারিতার পাশাপাশি নিজেদের আনন্দ ও নেত্রীর প্রতি তাদের শ্রদ্ধা ভালবাসা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।
দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে শাড়ী উপহার পেয়েছেন, এমন কয়েকজন তাদের অনুভুতির কথা জানিয়েছেন। তারা একবাক্যে বলেছেন, এটি শুধু উপহারই নয়, দলের নেতাকর্মীদের প্রতি তার ভালবাসার নিদর্শন।
শাড়ী উপহার পেয়ে আনন্দে আপ্লুত নারী নেত্রীরা। তাদের কয়েকজনের ফেসবুকে এ নিয়ে তারা তাদের আবেগ প্রকাশ করেছেন।
যুব মহিলা লীগের তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাধারণ সম্পাদক কামরুন নাহার লিপি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। ১৬ কোটি বাঙ্গালীর প্রানের নেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শাড়ি উপহার পেলাম আমার প্রানের দিদি অপু দিদির মাধ্যমে ।এ শাড়ির মধ্য খুঁজে পাই প্রধানমন্ত্রীর আদর, স্নেহ, মায়া মমতা আর ভালোবাসা আর সব সম্ভব হয়েছে আমার প্রানের দিদি অপু দিদির জন্য।’
এই নারী নেত্রী আরেকটি স্ট্যাটাসে অপু উকিলকেও ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘সন্মানিত সাবেক সংসদ সদস্য ও যুব মহিলা লিগের সাধারন সম্পাদক অধ্যাপিকা অপু উকিল আমাদের সবার প্রিয় অপু দিদি পহেলা বৈশাখ.উপলক্ষে আমাকে শাড়ি উপহার দিয়েছেন ।দিদির এ শাড়ীর মাঝে অসীম ভালবাসা আছে আর এ ভালবাসা আমার একার নয় আমার সাথে তেজগাঁও শিল্পাঞ্চল থানার যুব মহিলা লিগের যে ছোট বোনেরা আছে অপু দিদির ডাকে চলে যায় তাদের সবার জন্য।আমাদের পক্ষ থেকে দিদির প্রতি রইল ভালবাসা এবং শুভেচ্ছা।’
আরেক নেত্রী শামীন আলম আরজু তার ফেসবুকে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার উপহার পেয়েছি। অপু আপারমাধ্যমে। আমার প্রিয় আপা। ১৬কোটি মানুষের প্রাণ। জননেত্রী শেখ হাসিনা, শাড়ি উপহার দিয়েছেন। অপু আপা আমার হাতে শাড়িটি দিয়ে বলেন এ উপহার নেত্রী দিয়েছেন। এ কথা শুনে অনেক অনেক আনন্দ হয় আমার…।’
আওয়ামী লীগের আরেক নেত্রী নাসরীন হক লিখেছেন, ‘জীবনের সেরা একটি উপহার পেলাম আজ। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার। আমার প্রাণের দিদি অপু উকিল দিদি আজ অতি সাধারণ এই আমাকে এই বিরল সম্মানের সুযোগ দিলেন। আমি অভিভূত দিদির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমৃত্যু এই উপহার আমার সাথেই রইবে। জয়তু শেখ হাসিনা।’
নার্গিস মাহতাব লিখেছেন, ‘পয়লা বৈশাখ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শাড়ি উপহার পেলাম… এটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।’
জানা গেছে, এবারই প্রথম নয়। এর আগেও যে কোনো উপলক্ষে শেখ হাসিনা নিজের জমানো শাড়ি উপহার হিসেবে পাঠিয়েছেন নারী কর্মীদের কাছে। শুধু জমানো শাড়িই নয়; নেতাকর্মী ও স্টাফদের যে কোনো উপলক্ষে উপহার পাঠিয়ে আনন্দ পান বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।