খেটে খাওয়া মানুষের প্রতি উপহাস করতেই পান্তা-ইলিশ খাওয়া : হেফাজত

মঙ্গল শোভাযাত্রাকে ইসলামী সংস্কৃতিবিরুদ্ধ বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম। সোমবার রাতে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলা হয়, গত বছর পহেলা বৈশাখ বরণের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পাশবিক নির্যাতনের বিষয়টিকে সামনে এনে এবারের বৈশাখ উদযাপন অনুষ্ঠানে নারীদের অংশ না নেয়ার পরামর্শ দেয়া হয়।

বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ

শফীসহ দলের ঊর্ধ্বতন নেতাদের স্বাক্ষর রয়েছে।

বিবৃতিতে দেশের মুসলমানদের পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠান বর্জনের আহ্বানও জানানো হয়। এতে বলা হয়, পহেলা বৈশাখ উদযাপনে বিভিন্ন মুখোশ ও মানুষসহ জীবজন্তুর রং বেরঙের মূর্তিসহ মিছিল, শরীরে ছবি আঁকা ইসলামের সঙ্গে সঙ্গতি নয়। ইমান রক্ষার্থে মুসলমানদের এসব অনুষ্ঠান এড়িয়ে চলতে হবে।

বিবৃতিতে পান্তা-ইলিশ খাওয়ার বিষয়টিকে গ্রামীণ খেটে খাওয়া মানুষের প্রতি উপহাস বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন হেফাজতে ইসলামের আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, কেন্দ্রীয় নেতা মাওলানা নূর হোসাইন কাসেমী প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর