ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ফ্যাসিস্ট হাসিনার দোসর শামীম ওসমানের দাঁড়ি-গোফ যুক্ত ছবি ভাইরাল, যা বলছে ফ্যাক্টচেক ঢাকায় যানজট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা চার-ছক্কা হাঁকানো ভুলে যাননি সাব্বির হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই : ধর্ম উপদেষ্টা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা না চেয়ে জামায়াত উল্টো জাস্টিফাই করছে: মেজর হাফিজ ‘আল্লাহকে ধন্যবাদ’ পিএইচডি করে ১৯ সন্তানের মা শমী কায়সারের ব্যাংক হিসাব তলব আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব নিক্কেই এশিয়াকে ড. মুহাম্মদ ইউনূস তিন মেয়াদে ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছেন হাসিনা

হাওরে বেড়াতে আসা পর্যটকরা পিউমের সৌন্দর্যে মুগ্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • ১৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জের বিস্তীর্ণ হাওর এলাকায় এখন বোরো আবাদের ধুম পড়েছে। কিছুদিন আগেও সেখানে ছিল দিগন্ত বিস্তৃত বিশাল জলরাশি। আর কিছুদিন পরই ধানগাছগুলো বড় হয়ে হাওরের বুকে বইবে সবুজের ঢেউ। ক্ষেতের বুকে চলবে রৌদ্র-ছায়ার লুকোচুরি খেলা।

 ক্রমশ পেকে উঠে হলদে-বাদামি রং ধরবে ধানে ভরা মাঠ। তবে এর মাঝেও আলাদা করে চোখে পড়বে অন্য ধরনের এক সবুজ। এই সবুজ স্থানীয় এক ধরনের আগাছা। আর তাতেই ফোটে নয়নাভিরাম পিউম ফুল। আরো হাজারো বুনো ফুলের মতোই কুলীন ফুলের জগতে অপাঙক্তেয় হলেও এর রূপ নজর কাড়ে। হাওরে বেড়াতে আসা মানুষ পিউমের সৌন্দর্যে মুগ্ধ হন। অবারিত সবুজ গালিচার মাঝে বর্ণিল এই ফুলের ছোপ হাওরের সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেকটাই। হবিগঞ্জ শহরের পাশেই অবস্থিত কালারডোবা। সেখান থেকে বর্ষাকালে হাওর এলাকার নৌকা ছাড়ে। এখন শুকনো মৌসুম বলে স্থানটি যেন বিরানভূমি। সেখানে গেলেই চোখে পড়বে পিউমগাছের সমারোহ। হবিগঞ্জ-বানিয়াচং সড়কের দুই পাশেই চোখে পড়বে এই ফুল। সব সময় দেখে অভ্যস্ত স্থানীয় লোকজন অবশ্য এই ফুলকে তেমন গুরুত্ব দেয় না। তবে বাইরে থেকে আসা পর্যটকরা এই ফুল দেখে মুগ্ধ হন। গাড়ি থেকে নেমে কেউ কেউ ছবিও তোলেন।

হবিগঞ্জের হাওর এলাকায় পিউম ফুলকে অনেকে বলে ঝরনা ফুল। হবিগঞ্জসহ বৃহত্তর সিলেট অঞ্চলের সব হাওরেই পিউম ফুল দেখা যায়। মূলত শুকনো মৌসুমে চারা গজায়। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ফোটে পিউম ফুল। হাওরে পুরো বর্ষার জল আসার আগেই ফলের বীজ পরিপক্ব হয়ে ভূমিতে পড়ে। সেই বীজ আবার পানিতে ভেসে ছড়িয়ে পড়ে কাছে-দূরে। পানি কমলেই সেই বীজ থেকে চারা গজায়। কেউ কেউ শখ করে এই গাছ সংগ্রহ করে নিজের বাগানেও লাগায়।

হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী  জানালেন, পিউম একবর্ষজীবী (এক বছর বাঁচে এমন) দ্রুতবর্ধনশীল বীরুৎ জাতীয় গাছ। এটি তিন থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হয়। পিউম ফুলগাছের কাণ্ড সবুজ, কাঁটাযুক্ত ও ঝোপালো। শাখার আগায় লম্বা মঞ্জরিতে ফুল ধরে। ফুল হয় বেগুনি-গোলাপি অথবা সাদা রঙের। প্রতিটি ফুলের পাঁচটি পাপড়ি আর ছয়টি লম্বা পুংকেশর থাকে। প্রজাপতি এ ফুলের মধু পান করতে আসে।

শহরেও কারো কারো ফুলের বাগানে মাঝে মাঝে পিউম দেখা যায়। এর বৈজ্ঞানিক নাম  Cleome hassleriana| ইংরেজি নাম  Spider flower, Pink Queen । পিউম আর্দ্র পতিত জমি, হাওরের ঢাল, বাড়িঘরের আশপাশ এবং ছোট- বড় সড়কের পাশে ব্যাপকভাবে জন্মায়। প্রকৃতিতে ছড়ায় রঙের শোভা। পিউম আদিতে দক্ষিণ আমেরিকার উদ্ভিদ ছিল। এর আদি আবাস আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে ও দক্ষিণ-পূর্ব ব্রাজিল।

বিশেষজ্ঞরা জানান, এ গাছের তেমন রোগ-বালাই নেই। অল্প পানিতেই এরা স্বচ্ছন্দে টিকে থাকে ও বাড়ে। পিউম ফুল ফোটার সময় ভিড় জমাবে হরেক রঙের প্রজাপতি, ছোট পাখি আর বিভিন্ন মৌ লোভী পতঙ্গ। সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব মত দিলেন, হাওর এলাকার পর্যটনকে এগিয়ে নিতে পিউম ফুলকে অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরা যেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

হাওরে বেড়াতে আসা পর্যটকরা পিউমের সৌন্দর্যে মুগ্ধ

আপডেট টাইম : ১০:৪৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২

হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জের বিস্তীর্ণ হাওর এলাকায় এখন বোরো আবাদের ধুম পড়েছে। কিছুদিন আগেও সেখানে ছিল দিগন্ত বিস্তৃত বিশাল জলরাশি। আর কিছুদিন পরই ধানগাছগুলো বড় হয়ে হাওরের বুকে বইবে সবুজের ঢেউ। ক্ষেতের বুকে চলবে রৌদ্র-ছায়ার লুকোচুরি খেলা।

 ক্রমশ পেকে উঠে হলদে-বাদামি রং ধরবে ধানে ভরা মাঠ। তবে এর মাঝেও আলাদা করে চোখে পড়বে অন্য ধরনের এক সবুজ। এই সবুজ স্থানীয় এক ধরনের আগাছা। আর তাতেই ফোটে নয়নাভিরাম পিউম ফুল। আরো হাজারো বুনো ফুলের মতোই কুলীন ফুলের জগতে অপাঙক্তেয় হলেও এর রূপ নজর কাড়ে। হাওরে বেড়াতে আসা মানুষ পিউমের সৌন্দর্যে মুগ্ধ হন। অবারিত সবুজ গালিচার মাঝে বর্ণিল এই ফুলের ছোপ হাওরের সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেকটাই। হবিগঞ্জ শহরের পাশেই অবস্থিত কালারডোবা। সেখান থেকে বর্ষাকালে হাওর এলাকার নৌকা ছাড়ে। এখন শুকনো মৌসুম বলে স্থানটি যেন বিরানভূমি। সেখানে গেলেই চোখে পড়বে পিউমগাছের সমারোহ। হবিগঞ্জ-বানিয়াচং সড়কের দুই পাশেই চোখে পড়বে এই ফুল। সব সময় দেখে অভ্যস্ত স্থানীয় লোকজন অবশ্য এই ফুলকে তেমন গুরুত্ব দেয় না। তবে বাইরে থেকে আসা পর্যটকরা এই ফুল দেখে মুগ্ধ হন। গাড়ি থেকে নেমে কেউ কেউ ছবিও তোলেন।

হবিগঞ্জের হাওর এলাকায় পিউম ফুলকে অনেকে বলে ঝরনা ফুল। হবিগঞ্জসহ বৃহত্তর সিলেট অঞ্চলের সব হাওরেই পিউম ফুল দেখা যায়। মূলত শুকনো মৌসুমে চারা গজায়। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ফোটে পিউম ফুল। হাওরে পুরো বর্ষার জল আসার আগেই ফলের বীজ পরিপক্ব হয়ে ভূমিতে পড়ে। সেই বীজ আবার পানিতে ভেসে ছড়িয়ে পড়ে কাছে-দূরে। পানি কমলেই সেই বীজ থেকে চারা গজায়। কেউ কেউ শখ করে এই গাছ সংগ্রহ করে নিজের বাগানেও লাগায়।

হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী  জানালেন, পিউম একবর্ষজীবী (এক বছর বাঁচে এমন) দ্রুতবর্ধনশীল বীরুৎ জাতীয় গাছ। এটি তিন থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হয়। পিউম ফুলগাছের কাণ্ড সবুজ, কাঁটাযুক্ত ও ঝোপালো। শাখার আগায় লম্বা মঞ্জরিতে ফুল ধরে। ফুল হয় বেগুনি-গোলাপি অথবা সাদা রঙের। প্রতিটি ফুলের পাঁচটি পাপড়ি আর ছয়টি লম্বা পুংকেশর থাকে। প্রজাপতি এ ফুলের মধু পান করতে আসে।

শহরেও কারো কারো ফুলের বাগানে মাঝে মাঝে পিউম দেখা যায়। এর বৈজ্ঞানিক নাম  Cleome hassleriana| ইংরেজি নাম  Spider flower, Pink Queen । পিউম আর্দ্র পতিত জমি, হাওরের ঢাল, বাড়িঘরের আশপাশ এবং ছোট- বড় সড়কের পাশে ব্যাপকভাবে জন্মায়। প্রকৃতিতে ছড়ায় রঙের শোভা। পিউম আদিতে দক্ষিণ আমেরিকার উদ্ভিদ ছিল। এর আদি আবাস আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে ও দক্ষিণ-পূর্ব ব্রাজিল।

বিশেষজ্ঞরা জানান, এ গাছের তেমন রোগ-বালাই নেই। অল্প পানিতেই এরা স্বচ্ছন্দে টিকে থাকে ও বাড়ে। পিউম ফুল ফোটার সময় ভিড় জমাবে হরেক রঙের প্রজাপতি, ছোট পাখি আর বিভিন্ন মৌ লোভী পতঙ্গ। সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব মত দিলেন, হাওর এলাকার পর্যটনকে এগিয়ে নিতে পিউম ফুলকে অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরা যেতে পারে।