রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থায়ী ভবন নির্মাণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আবারও পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ এপ্রিল সকাল ৭টায় রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর (ভাড়া করা ভবন) প্রাঙ্গণ থেকে এই পদযাত্রা শুরু হবে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ভবন নির্মাণ তহবিলে এক হাজার টাকা দিয়ে নিবন্ধন করে যে কেউ এই পদযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন। সেগনবাগিচা থেকে এই পদযাত্রা আগারগাঁওয়ে নির্মাণাধীন মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
শনিবার সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানে এই কর্মসূচি ঘোষণা করেন জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
তিনি বলেন, ‘বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের সহায়তায় মুুক্তিযুদ্ধ জাদুঘরের স্থায়ী ভবন নির্মাণের স্বপ্ন বাস্তবে পরিণত হতে যাচ্ছে। ইতোমধ্যে ভবনের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। কিন্ত সাজসজ্জাসহ আনুষঙ্গিক অনান্য কিছুক্ষেত্রে আরও টাকার প্রয়োজন। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা চাই কমপক্ষে ১০ হাজার ব্যক্তিকে নিয়ে এই পদযাত্রা আয়োজন করতে।’
মফিদুল হক জানান, পদযাত্রায় অংশ নিতে আগ্রহীরা রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর কার্যালয় অথবা ফেসবুকে facebook.com/walkmileforlwm—এই আইডির মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। এছাড়া মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন ০১৯৮২১০০১৪৫ নম্বরে।
এর আগে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ‘শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা/মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে হাঁটি এক মাইল’ শীর্ষক কর্মসূচি হয়। ওই দিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ৩৬ মাইল পায়ে হেঁটে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিল পদযাত্রা দলটি। শনিবার ওই পদযাত্রা দলের সদস্যদের নিয়ে সম্মেলন হয়।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমল সিদ্দিকী বীরউত্তম ও পদযাত্রা দলের সদস্য মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের, প্রথম নারী পর্বতরোহী নিশাত মজুমদার, শাহজালাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ঈমাম হোসেন গাজী, শারীরিক প্রতিবন্ধী জাতীয় ক্রিকেট দলের সদস্য ইদ্রিস আলী, সংস্কৃতিকর্মী জিএম হুমায়ুন আজম, জেসমিন আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা অভিযাত্রী ও মুক্তিযুদ্ধ জাদুঘরের যৌথ আয়োজনে ২৬ মার্চ অনুষ্ঠিত পদযাত্রার অভিজ্ঞতা বিনিময় করেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্বে পদযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ এবং পদযাত্রা নিয়ে সময় টেলিভিশন নির্মিত ৩০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।