ঝিনাইদহে আম ও লিচু সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং উৎপাদন কৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা কৃষি অফিস এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ মো: আকরামুল হক, সদর উপজেলা কৃষি অফিসার খান মো: মনিরুজ্জামানসহ সদর উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় আম ও লিচু সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং উৎপাদন কৌশল বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। যাতে করে তারা ভাল মানের আম, লিচু উৎপাদন করতে পারে।