হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের মিঠামইনে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে জেলা পরিষদের ডাকবাংলোতে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় টিকাদান কর্মসূচি উদ্বোধনের সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল-মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল-সাফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথম দিন মঙ্গলবার (১১ জানুয়ারি) তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ শতাধিক শিক্ষার্থীকে ৮টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে টিকা প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল-সাফি জানান, উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের এ টিকার আওতায় আনা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৮ হাজার ৯ শত ৩৮ জন ছাত্র/ছাত্রীকে টিকা প্রদান করা হবে।