ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপ পর্যন্ত মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধন্ত হয়।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, ইউপি নির্বাচনের শেষ ধাপ পর্যন্ত বিএনপি ও ২০ দলীয় জোট মাঠে থাকবে। সামনের নির্বাচনগুলো সুষ্ঠু হবে না জেনেও বিরোধী জোট নির্বাচনী মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অযোগ্যতা বার বার প্রমাণিত হয়েছে। ছয় ভাগে ভাগ করে নির্বাচন করায় সহিংসতা অনিয়ম কম হওয়ার কথা ছিল। কিন্ত দুই ধাপ পার না হতেই ৪২ জন নিহত হয়েছেন। এতেই প্রমাণ হয়- সরকার নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করে ফেলেছে।
এতে সরকারের প্রতি জনগণ আস্থা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।