ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গোটা দেশটাই সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬
  • ৩১০ বার

গোটা দেশটাই এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, গতকাল জামালপুর জেলাধীন মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি’র সভাপতি রাশেদুজ্জামান অপু’র ওপর আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জুবেরী সহ তার সমর্থক ক্যাডার’রা হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেয়। শুধু তাই নয় সন্ত্রাসীরা অপু’র ছেলে ছাত্রদল কর্মী অনিককে পিটিয়ে গুরুতর জখম এবং অপু’র ভাইয়ের বাড়িতেও হামলা চালায়। এধরনের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, গতকাল দুরমুট ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতার কারণে হাইকোর্টের একটি রায়ে নির্বাচন স্থগিত হয়ে যায়। নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীরা কয়েকদিন ধরেই বিএনপিকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করে আসছিল। এরই বহিঃপ্রকাশ হিসেবে গতকাল সশস্ত্র সন্ত্রাসীরা নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জুবেরী’র নেতৃত্বে রাশেদুজ্জামান অপু’র ওপর হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও গণতান্ত্রিক নিয়ম-নীতিকে তোয়াক্কা করে না। সন্ত্রাস সৃষ্টির মাধ্যমেই তারা আধিপত্য বজায় রাখতে চায়। পেশীশক্তির জোরে মানুষকে জিম্মি রাখতে চায়। গতকাল মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নে সংঘটিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক রাশেদুজ্জামান অপু’র ওপর বর্বরোচিত হামলা সেটাই প্রমাণ করে। আমি এধরণের অমানবিক ও নিষ্ঠুর কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে জামালপুর জেলাধীন মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি’র সভাপতি রাশেদুজ্জামান অপু’র ওপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি আহত রাশেদুজ্জামান অপু এবং তার ছেলে অনিকের আশু সুস্থতা কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

গোটা দেশটাই সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে

আপডেট টাইম : ১২:০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০১৬

গোটা দেশটাই এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, গতকাল জামালপুর জেলাধীন মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি’র সভাপতি রাশেদুজ্জামান অপু’র ওপর আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জুবেরী সহ তার সমর্থক ক্যাডার’রা হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেয়। শুধু তাই নয় সন্ত্রাসীরা অপু’র ছেলে ছাত্রদল কর্মী অনিককে পিটিয়ে গুরুতর জখম এবং অপু’র ভাইয়ের বাড়িতেও হামলা চালায়। এধরনের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, গতকাল দুরমুট ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতার কারণে হাইকোর্টের একটি রায়ে নির্বাচন স্থগিত হয়ে যায়। নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীরা কয়েকদিন ধরেই বিএনপিকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করে আসছিল। এরই বহিঃপ্রকাশ হিসেবে গতকাল সশস্ত্র সন্ত্রাসীরা নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জুবেরী’র নেতৃত্বে রাশেদুজ্জামান অপু’র ওপর হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও গণতান্ত্রিক নিয়ম-নীতিকে তোয়াক্কা করে না। সন্ত্রাস সৃষ্টির মাধ্যমেই তারা আধিপত্য বজায় রাখতে চায়। পেশীশক্তির জোরে মানুষকে জিম্মি রাখতে চায়। গতকাল মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নে সংঘটিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক রাশেদুজ্জামান অপু’র ওপর বর্বরোচিত হামলা সেটাই প্রমাণ করে। আমি এধরণের অমানবিক ও নিষ্ঠুর কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে জামালপুর জেলাধীন মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি’র সভাপতি রাশেদুজ্জামান অপু’র ওপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি আহত রাশেদুজ্জামান অপু এবং তার ছেলে অনিকের আশু সুস্থতা কামনা করেন।