ঢাকা মহানগর এলাকায় বাড়ির মালিকদের মাধ্যমে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
আগামী রোববার হাইকোর্টের একটি বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
এর আগে গত ১ মার্চ ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম থেকে পুলিশকে বিরত থাকার অনুরোধ জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠান এই আইনজীবী।
বাড়িওয়ালাদের মাধ্যমে ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের কার্যক্রম ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন এই আইনজীবী।
পরে আইনজীবী জোর্তিময় বড়ুয়া সাংবাদিকদের জানান, মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
লিগ্যাল নোটিশের জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন আইনজীবী।
আইনজীবী জোর্তিময় বড়ুয়া বলেন, ভাড়টিয়ার কাছে অসংখ্য তথ্য চাওয়া হয়েছে যা কোনো আদালত বা আইনে নেই। এটা উচিত না।
তিনি বলেন, সেখানে একজনের ব্যক্তিগত তথ্য চাওয়ার সঙ্গে সঙ্গে তার আত্মীয়-স্বজন ও বাড়িতে আসা কোনো মেহমানের তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে ন্যাশনাল আইডির সঙ্গে পাসপোর্ট আইডি এসবের তথ্য চাওয়া হয়েছে। এ সকল তথ্য নিয়ে পুলিশ কি করবে এবং একজন ব্যক্তির তথ্য সংরক্ষণ করতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই।
তিনি আরো বলেন, ‘এসব ব্যক্তিগত তথ্যের মাধ্যমে পুলিশ কারো বিরুদ্ধে নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দিয়ে তাদের নিজের ‘স্বার্থ’ হাসিল করতে পারে। যেহেতু তারা জনগণের তথ্য কিভাবে সংরক্ষণ করতে হয় এবং কিভাবে একজন ব্যক্তির মর্যাদা ও সম্পদের তথ্য সংরক্ষণ করতে হয় তা জানে না। তাই আমি ব্যক্তিগতভাবে এ বিষয়ে জনস্বার্থে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।’
প্রসঙ্গত, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ১৫ মার্চের মধ্যে ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য ফরম পূরণ করে জমা দিতে বলা হয়েছে।