দাপুটে জয় বাংলাদেশের

ব্যাট হাতে সংগ্রহটা খুব বেশি বড় করতে পারেনি বাংলাদেশ। ফলে আরব আমিরাতকে সহজ টার্গেটই ছুঁড়ে দেয় টাইগাররা। আর সেই টার্গেট তাড়া করতে গিয়েই ধরাশায়ী আমিরাত। অবশেষে দুর্দান্ত বোলিংয়ে আরব আমিরাতকে ৫১ রানে হারালো বাংলাদেশ।
শুক্রবার সন্ধ্যায় মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩৩ রান করে মাশরাফি বাহিনী। ইনিংসে সৌম্য সরকার আর মোহাম্মদ মিঠুন দারুণ সূচনা করে। ১৪ বল থেকে দুই চার ও এক ছক্কায় সৌম্য করেন ২১ রান। এরপর লড়াইটা চালিয়ে যান মিঠুন। ৪১ বল থেকে চারটি চার ও একটি ছক্কার মারে তিনি করেন ৪৭ রান। তারপর আর কোন ব্যাটসম্যান তেমন উল্লেখ যোগ্য কিছু করতে পারেননি। তবে শেষ দিকে লড়াই করেন মাহমুদউল্লাহ। তিনি ২৭ বল থেকে একটি চার ও দুটি ছক্কার মারে ৩৬ রানের লড়াকু এক ইনিংস খেলেন।
এরপর দ্বিতীয় ওভারে ২ রানে আমিরাতের ব্যাটিং লাইনে প্রথম আঘাত হানেন পেসার আল আমিন। ৩৩ রানের মধ্যে জোড়া আঘাত হানেন মাশরাফি। পরে মুস্তাফিজও তুলে নেন এক ওভারে আমিরাতের দুই উইকেট। এরপর আরো দুই উইকেট তুলে নেন মাহমুদউল্লাহ ও সাকিব।
ফলে আমিরাত ১৭.৪ ওভারে ৮২ রানে গুটিয়ে যায়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর