‘বর্তমান সরকার হাফ রাজাকার। তারাই মৌলবাদীদের প্রশ্রয় দিচ্ছে। ধর্মনিরপেক্ষতার নাম করে তারা চেতনার ব্যবসা করছে।’
সোমবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে এসব কথা বলেন প্রগতিশীল জোটের নেতারা।
রোববার ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এ সমাবেশ করে প্রগতিশীল জোট।
ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছেন। পয়লা বৈশাখের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। এতে জনরোষে পড়বেন। এই জনগণ চাইলে আপনাদের টেনেহিঁচড়ে নামিয়ে দিতে পারে।’
পুলিশকে নিপীড়কদের সহযোগী আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বর্তমান পুলিশের কর্মকা- পাকিস্তানি নিপীড়কদেরও হার মানিয়েছে। একটা অন্যায় চাপা দিলে আরেকটা অন্যায় জন্ম নেয়। আপনারা এই ঘটনাকে প্রশ্রয় দিয়ে যে অন্যায় করছেন তা ছাত্রসমাজ মেনে নেবে না। ছাত্রদের সব যৌক্তিক আন্দোলনে আমরা পাশে ছিলাম, থাকব।’
সমাবেশে নেতারা আগামীকালের ছাত্র ধর্মঘটে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার, ছাত্রমৈত্রীর সভাপতি আবুল কালাম আজাদ ও ছাত্র ফেডারেশন সভাপতি ফয়সাল মাহমুদ প্রমুখ।