দুই মাস আগে ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। সেই প্রস্তাবে সাড়া দিল বিসিবি।
সোমবারের বোর্ড মিটিংয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের দেওয়া প্রস্তাব অনুযায়ী ক্রিকেটারদের বেতন ২৫ ভাগ বৃদ্ধি করা হয়েছে।
এখন থেকে ‘এ প্লাস’ ক্যাটাগরির ক্রিকেটাররা ২.৫ লাখ টাকা করে বেতন পাবেন। টেস্ট ও ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালনের জন্য বাড়তি ২০ হাজার টাকা পাবেন মুশফিক ও মাশরাফি। ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করা সাকিব ও তামিম পাবেন বাড়তি ১০ হাজার টাকা।
‘এ’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের বেতন ২ লাখ ১২ হাজার ৫০০ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে ১ লাখ ৫০ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ১ লাখ ১২ হাজার ৫০০ টাকা ও ‘ডি’ ক্যাটাগরিতে ৭৫ হাজার টাকা।
২০১৬ সাল থেকে ১৫ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে আনার কথা ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে চুক্তি থেকে সাময়িক বাদ দেওয়া হয়েছে পেসার রুবেল হোসেনকে। নতুন চুক্তিতে কোন ১৪ জন আছেন তা এখনও ঘোষণা হয়নি।
উল্লেখ্য, ২০১৪ সালে সর্বশেষ ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়।