দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতির নিয়োগ দেওয়া হয়েছে।
তারা হলেন— বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি বজলুর রহমান সানা।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন। সোমবার সকালে প্রধান বিচারপতি তাদের শপথ পাঠ করাবেন।
বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ৬ জন বিচারপতি রয়েছেন। অপর পাঁচজন বিচারপতি হলেন— বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
নতুন তিন বিচারপতি নিয়োগ করায় আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ জনে।