তেজগাঁওয়ে আর কোনো নতুন শিল্প কারখানা করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
তবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার জন্য ভবন তৈরি করা যাবে বলেও জানিয়েছেন তিনি।
একই সঙ্গে মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে। সব কাজ জুন ২০১৭ সালের মধ্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
একনেক সভায় মোট ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলোর মোট ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ৯২ লক্ষ টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য ৭৭৬ কোটি ১৭ লক্ষ টাকা, বাকি অর্থ সরকারি নিজস্ব তহবিল থেকে মেটানো হবে।