উপজেলা চেয়ারম্যানরা নির্বাচনে প্রচারণা চালাতে পারবে

ইউপি নির্বাচনে প্রচারণা চালাতে উপজেলা চেয়ারম্যানদের কোন বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগের ইউপি নির্বাচনে মত এ নির্বাচনেও পার্থীদের কোন হলফনামা লাগবেনা তাছাড়া সতন্ত্র পার্থীদের ক্ষেত্রে কোন ভোটারের সুপারিশ লাগবেনা।

শাহ নেওয়াজ বলেন, আমরা আজকে ইউপি নির্বাচনের আচরণবিধি আইন মন্ত্রনালয়ে পাঠিয়েছি। আচরণ বিধি আগের মত রয়েছে শুধু স্বতন্ত্র পার্থী ও উপজেলা চেয়ারম্যানরা নির্বাচনি প্রচারণা বিষয়টি পরিবর্তন হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বিডি টুয়েন্টি ফোরলাইভকে জানান, চেয়ারম্যান পদে দলভিত্তিক ইউপি ভোট পরিচালনায় দলীয় প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া, দলীয় ব্যয়, দলের ব্যয় রিটার্ন দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিল, প্রতীক বরাদ্দসহ প্রয়োজনীয় সংশোধনী এনে নির্বাচন বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে।১৯ জানুয়ারি তা আইন মন্ত্রনালয়ে পাঠানো হবে।

মন্ত্রণালয়ের ভোটিং শেষে ইসি তাতে সম্মতি দিলে গেজেট করা হবে। বিধিমালা হাতে পেয়ে ফেব্রুয়ারিতে ইউপি তফসিল দেওয়া হবে।

পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানদের প্রচার নিয়ে ভিন্নমত দেখা দিলেও সরকারি সুবিধা ছেড়ে তাদের প্রচারে অংশ নিতে বাধা নেই বলে তিনিও মত দেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর