স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সাধারণ জনগণের কথা তুলে ধরে, সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে গণতন্ত্রকে সমুন্নত রাখতে দেশের গণমাধ্যমগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
স্পিকার আজ জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবের এলডি হলে এশিয়ান টিভির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
স্পিকার বলেন, গণমাধ্যম একটি বিকাশমানখাত। জনমত গঠনে এখাতের ভূমিকা অপরিসীম। সাধারণ মানুষের কথা তুলে ধরে জনমত গঠন এবং গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখতে গণমাধ্যম কর্মীদের কাজ করতে হবে।
এর আগে স্পিকার এশিয়ান টিভির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে চিফ হুইপ আ স ম ফিরোজ, রুস্তম আলী ফরাজী, সাবিনা আক্তার তুহিন, এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ মো. হারুনার রশিদসহ এশিয়ান টিভির উচ্চপদস্থ কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
পরে স্পিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।