ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মান্না অসুস্থ, সুচিকিৎসা ও মুক্তি দাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬
  • ২২৭ বার

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না কারাগারের অসুস্থ হয়ে পড়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করে তার সুচিকিৎসা ও মুক্তি দাবি করা হয়েছে।

সোমবার দুপুরে তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী দীপু বলেন, ‘গত ১৬ জানুয়ারিতে বিনাবিচারে কারাবন্দি মাহমুদুর রহমান মান্না হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ খবরে গতকাল তার স্ত্রী কারাফটকে ছুটে যান। কিন্তু কারা কর্তৃপক্ষ তার স্বামীর সঙ্গে দেখা করতে দেয়নি।’

রিমান্ডের নামে মান্নাকে শারিরিক নির্যাতন করা হয়েছে উল্লেখ করে জিন্নু আরও বলেন, আটক হওয়ার পর প্রথম রিমান্ডে নেয়ার ১৩ দিন পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে মান্নাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের সুচিকিৎসার সুপারিশ উপেক্ষা করে তাকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়।
তারপর থেকে রিমান্ডের অজুহাতে এ পর্যন্ত জামিন আবেদন করা যায়নি বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, মান্নাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রিমান্ড বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করলে প্রথমে ‘কেন রিমান্ড বাতিল করা হবে না’ মর্মে শোকজ করা হয়। তার জবাব না দেয়ায় হাইকোর্ট রিমান্ড বাতিল ঘোষণা করলে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে সরকারপক্ষ আপিল করে। এ অবস্থায় রায়ের কপি না পাওয়ায় সবকিছু থমকে আছে।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, মান্নার ডিভিশন আবেদনও উপেক্ষিত হয়েছে। ফলে তাকে অসুস্থ অবস্থায় মেঝেতে অমানবেতর অবস্থায় দিন কাটাতে হচ্ছে।

উল্লেখ্য, গতবছর ২৩ ফেব্রুয়ারি গভীর রাতে বনানীর এক আত্মীয়ের বাসা থেকে সাদা পোশাকের পুলিশ মান্নাকে আটক করে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী ১৮ ঘণ্টা নিখোঁজ থাকার পর তাকে গ্রেপ্তারের কথা স্বীকার করে ২৪ ফেব্রুয়ারি দুটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মান্না অসুস্থ, সুচিকিৎসা ও মুক্তি দাবি

আপডেট টাইম : ১০:১৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না কারাগারের অসুস্থ হয়ে পড়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করে তার সুচিকিৎসা ও মুক্তি দাবি করা হয়েছে।

সোমবার দুপুরে তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী দীপু বলেন, ‘গত ১৬ জানুয়ারিতে বিনাবিচারে কারাবন্দি মাহমুদুর রহমান মান্না হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ খবরে গতকাল তার স্ত্রী কারাফটকে ছুটে যান। কিন্তু কারা কর্তৃপক্ষ তার স্বামীর সঙ্গে দেখা করতে দেয়নি।’

রিমান্ডের নামে মান্নাকে শারিরিক নির্যাতন করা হয়েছে উল্লেখ করে জিন্নু আরও বলেন, আটক হওয়ার পর প্রথম রিমান্ডে নেয়ার ১৩ দিন পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে মান্নাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের সুচিকিৎসার সুপারিশ উপেক্ষা করে তাকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়।
তারপর থেকে রিমান্ডের অজুহাতে এ পর্যন্ত জামিন আবেদন করা যায়নি বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, মান্নাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রিমান্ড বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করলে প্রথমে ‘কেন রিমান্ড বাতিল করা হবে না’ মর্মে শোকজ করা হয়। তার জবাব না দেয়ায় হাইকোর্ট রিমান্ড বাতিল ঘোষণা করলে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে সরকারপক্ষ আপিল করে। এ অবস্থায় রায়ের কপি না পাওয়ায় সবকিছু থমকে আছে।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, মান্নার ডিভিশন আবেদনও উপেক্ষিত হয়েছে। ফলে তাকে অসুস্থ অবস্থায় মেঝেতে অমানবেতর অবস্থায় দিন কাটাতে হচ্ছে।

উল্লেখ্য, গতবছর ২৩ ফেব্রুয়ারি গভীর রাতে বনানীর এক আত্মীয়ের বাসা থেকে সাদা পোশাকের পুলিশ মান্নাকে আটক করে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী ১৮ ঘণ্টা নিখোঁজ থাকার পর তাকে গ্রেপ্তারের কথা স্বীকার করে ২৪ ফেব্রুয়ারি দুটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে।