ঢাকাসহ দেশের ১৮ জেলার মাঠপ্রশাসনে রদবদলে দায়িত্ব পেয়েছেন নতুন জেলা প্রশাসক (ডিসি)। ঢাকা ছাড়াও রাজশাহী, খুলনা, ঝালকাঠি, পটুয়াখালী, শরীয়তপুর, বরগুনা, ফেনী, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, পঞ্চগড়, পাবনা, ভোলা, বান্দরবান, রাজবাড়ী ও নাটের নতুন জেলা প্রশাসক পেয়েছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের দুই বছর পূর্তির মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এই বদলির আদেশ জারি করল। এর আগে গতবছর জুনে একসঙ্গে ২০ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল।