আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। সরকার এ বিষয়ে বিকল্প কোন চিন্তা করছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার মন্ত্রী চট্টগ্রামের ইছা নগরে নবনির্মিত হাজি আরবান আলী সড়ক উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে বলেন, বহু প্রত্যাশিত কর্ণফুলী টানেলের প্রস্তুতিমূলক কাজ শেষের পথে। ঋণদানকারী প্রতিষ্ঠান চায়না এক্সিম ব্যাংকের প্রতিনিধিদল ইতোমধ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। অতিদ্রুত ইআরডি’র সাথে ঋণচুক্তি সম্পাদিত হবে এবং আমরা আশা করছি আগামী মার্চ-এপ্রিলে টানেলের মূল কাজ শুরু হবে।’
৩য় কর্ণফুলী সেতুর উভয় প্রান্তে আট কি.মি. সড়ক তিনশ’ চার কোটি টাকা ব্যয়ে ৬ লেনে উন্নীত করার কাজ শীঘ্রই শুরু হবে। ইতোমধ্যে দরপত্র আহ্বানসহ অন্যান্য কাজ শেষ হয়েছে। অন্যান্য সড়কসমূহের উন্নয়ন ও সংস্কার কাজ দ্রুত সম্পন্ন হবে বলেও মন্ত্রী জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ, চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিধান চন্দ্র ধর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।