হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ছেলে ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার রচিত ‘বধির বোবা? অন্ধ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে নানা শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে ইসলামিক এই গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
প্রেরণা বাংলাদেশের প্রতিষ্ঠাতা মনোয়ার হোসাইন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে ‘বধির বোবা? অন্ধ’ বইটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন গ্রন্থের লেখক কৃষিবিদ ও ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার।
এ সময় লেখক ও তাঁর গ্রন্থের বিভিন্ন দিক তুলে ধরে আলোকপাত করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আ.ন.ম নৌশাদ খান, ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. সুলতান উদ্দিন ভূঞা, অধ্যক্ষ আরজ আলী, জেলা পাবলিক লাইব্রেরীর সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের সাবেক ইমাম মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.কে নাছিম খান, ড. মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান খান প্রমুখসহ অন্যরা।
বক্তারা বলেন, পাঠক মহলে চিন্তার জগতে ইসলাম বিষয়ে বেশ প্রভাব ফেলেছে বইটি। লেখক বইটিতে মানুষের জীবনমান ও ইসলামী অনুশাসন মেনে চলাসহ নানা বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন।