সৌদি আরবে একজন নারীকর্মীর সঙ্গে বিনাখরচে যেতে পারবে একজন নিকটাত্মীয় পুরুষ। এ ক্ষেত্রে নারীর সঙ্গে ফ্রি যেতে পারছেন তার কোনো নিকটাত্মীয়। রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সম্প্রতি সৌদি আরব সফরে গিয়ে দেশটির শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। তারা আমাদের কাছে ২ লাখ নারীকর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় নারীদের নিরাপত্তাজনিত নানা সমস্যার কথা তুলে ধরা হয় বলে জানান তিনি। তিনি বলেন, তখন দেশটির মন্ত্রী প্রত্যেক নারীকর্মীর সঙ্গে একজন করে নিকটাত্মীয় পুরুষ নেয়ার কথা বলেছেন। তারা যদি দুই লাখ নারীকর্মী নেয়, সেক্ষেত্রে তাদের সঙ্গে দুই লাখ পুরুষকর্মীও যাবে। নিকটাত্মীয় বলতে বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, নারীর স্বামী, ভাই বা কাজিন অথবা নিকটাত্মীয় না থাকলে যেকোনো পরিচিত পুরুষ কর্মীকে নিয়ে যেতে পারবেন তিনি। নুরুল ইসলাম বিএসসি বলেন, এরই মধ্যে আলোচনা হয়েছে। এখন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বসে আলোচনার মাধ্যমে এ প্রক্রিয়া সাইনিং (চুক্তি স্বাক্ষর) করলেই বিষয়টি চূড়ান্ত হবে। আশা করছি, খুব শিগগিরই এ চুক্তি হবে। এক্ষেত্রে নারীদের মতো পুরুষদেরও কোনো অভিবাস খরচ হবে না। ডোমেস্টিক ১২টি খাতের মধ্যে ড্রাইভার, গার্ড, মালি, সুপারভাইজার অন্যতম বলে জানান প্রবাসী কল্যাণ সচিব খন্দকার ইফতেখার হায়দার। তিনি বলেন, নারীকর্মীর নিরাপত্তার স্বার্থেই আমরা এসব খাতে পুরুষকর্মী পাঠাতে চাই। যাতে করে নারীদের যেকোনো আপদ-বিপদে তারা পাশে দাঁড়াতে পারে। সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হজরত আলী, জাবেদ আহমেদ, বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন নাহারসহ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
নারীর সঙ্গে পুরুষ ফ্রি
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০১৬
- ৩০৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ