ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ফ্যাসিস্ট হাসিনার দোসর শামীম ওসমানের দাঁড়ি-গোফ যুক্ত ছবি ভাইরাল, যা বলছে ফ্যাক্টচেক ঢাকায় যানজট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা চার-ছক্কা হাঁকানো ভুলে যাননি সাব্বির হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই : ধর্ম উপদেষ্টা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা না চেয়ে জামায়াত উল্টো জাস্টিফাই করছে: মেজর হাফিজ ‘আল্লাহকে ধন্যবাদ’ পিএইচডি করে ১৯ সন্তানের মা শমী কায়সারের ব্যাংক হিসাব তলব আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব নিক্কেই এশিয়াকে ড. মুহাম্মদ ইউনূস তিন মেয়াদে ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছেন হাসিনা

নারীর সঙ্গে পুরুষ ফ্রি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০১৬
  • ৩০৬ বার

সৌদি আরবে একজন নারীকর্মীর সঙ্গে বিনাখরচে যেতে পারবে একজন নিকটাত্মীয় পুরুষ। এ ক্ষেত্রে নারীর সঙ্গে ফ্রি যেতে পারছেন তার কোনো নিকটাত্মীয়। রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সম্প্রতি সৌদি আরব সফরে গিয়ে দেশটির শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। তারা আমাদের কাছে ২ লাখ নারীকর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় নারীদের নিরাপত্তাজনিত নানা সমস্যার কথা তুলে ধরা হয় বলে জানান তিনি। তিনি বলেন, তখন দেশটির মন্ত্রী প্রত্যেক নারীকর্মীর সঙ্গে একজন করে নিকটাত্মীয় পুরুষ নেয়ার কথা বলেছেন। তারা যদি দুই লাখ নারীকর্মী নেয়, সেক্ষেত্রে তাদের সঙ্গে দুই লাখ পুরুষকর্মীও যাবে। নিকটাত্মীয় বলতে বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, নারীর স্বামী, ভাই বা কাজিন অথবা নিকটাত্মীয় না থাকলে যেকোনো পরিচিত পুরুষ কর্মীকে নিয়ে যেতে পারবেন তিনি। নুরুল ইসলাম বিএসসি বলেন, এরই মধ্যে আলোচনা হয়েছে। এখন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বসে আলোচনার মাধ্যমে এ প্রক্রিয়া সাইনিং (চুক্তি স্বাক্ষর) করলেই বিষয়টি চূড়ান্ত হবে। আশা করছি, খুব শিগগিরই এ চুক্তি হবে। এক্ষেত্রে নারীদের মতো পুরুষদেরও কোনো অভিবাস খরচ হবে না। ডোমেস্টিক ১২টি খাতের মধ্যে ড্রাইভার, গার্ড, মালি, সুপারভাইজার অন্যতম বলে জানান প্রবাসী কল্যাণ সচিব খন্দকার ইফতেখার হায়দার। তিনি বলেন, নারীকর্মীর নিরাপত্তার স্বার্থেই আমরা এসব খাতে পুরুষকর্মী পাঠাতে চাই। যাতে করে নারীদের যেকোনো আপদ-বিপদে তারা পাশে দাঁড়াতে পারে। সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হজরত আলী, জাবেদ আহমেদ, বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন নাহারসহ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

নারীর সঙ্গে পুরুষ ফ্রি

আপডেট টাইম : ০৯:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০১৬

সৌদি আরবে একজন নারীকর্মীর সঙ্গে বিনাখরচে যেতে পারবে একজন নিকটাত্মীয় পুরুষ। এ ক্ষেত্রে নারীর সঙ্গে ফ্রি যেতে পারছেন তার কোনো নিকটাত্মীয়। রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সম্প্রতি সৌদি আরব সফরে গিয়ে দেশটির শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। তারা আমাদের কাছে ২ লাখ নারীকর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় নারীদের নিরাপত্তাজনিত নানা সমস্যার কথা তুলে ধরা হয় বলে জানান তিনি। তিনি বলেন, তখন দেশটির মন্ত্রী প্রত্যেক নারীকর্মীর সঙ্গে একজন করে নিকটাত্মীয় পুরুষ নেয়ার কথা বলেছেন। তারা যদি দুই লাখ নারীকর্মী নেয়, সেক্ষেত্রে তাদের সঙ্গে দুই লাখ পুরুষকর্মীও যাবে। নিকটাত্মীয় বলতে বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, নারীর স্বামী, ভাই বা কাজিন অথবা নিকটাত্মীয় না থাকলে যেকোনো পরিচিত পুরুষ কর্মীকে নিয়ে যেতে পারবেন তিনি। নুরুল ইসলাম বিএসসি বলেন, এরই মধ্যে আলোচনা হয়েছে। এখন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বসে আলোচনার মাধ্যমে এ প্রক্রিয়া সাইনিং (চুক্তি স্বাক্ষর) করলেই বিষয়টি চূড়ান্ত হবে। আশা করছি, খুব শিগগিরই এ চুক্তি হবে। এক্ষেত্রে নারীদের মতো পুরুষদেরও কোনো অভিবাস খরচ হবে না। ডোমেস্টিক ১২টি খাতের মধ্যে ড্রাইভার, গার্ড, মালি, সুপারভাইজার অন্যতম বলে জানান প্রবাসী কল্যাণ সচিব খন্দকার ইফতেখার হায়দার। তিনি বলেন, নারীকর্মীর নিরাপত্তার স্বার্থেই আমরা এসব খাতে পুরুষকর্মী পাঠাতে চাই। যাতে করে নারীদের যেকোনো আপদ-বিপদে তারা পাশে দাঁড়াতে পারে। সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হজরত আলী, জাবেদ আহমেদ, বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন নাহারসহ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।