৫ জানুয়ারির নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দ্বিতীয় বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয়’ পালনের উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সমাবেশে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে গণতন্ত্র আছে কিনা- এমন শঙ্কায় পড়েছিল। ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে সেই শঙ্কা দূর হয়। এই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা গণতন্ত্রের বিজয় এনেছেন।’
সমাবেশে জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত রয়েছেন।