ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন চাইলেন খালেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০১৬
  • ৩৬৮ বার

পল্টনের সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, গণতন্ত্রের পথে ফিরে আসুন। না হলে দেশের মানুষ জেগে উঠলে আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। তিনি বলেন, অবিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা নিন। জোর করে ক্ষমতায় না থেকে নির্বাচনের সব ব্যবস্থা নিন। ২০১৪ সালের ৫ জানুয়ারিতে দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজকের আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সেজন্য আমরা প্রতিবছর এ দিনে গণতন্ত্র হত্যা দিবস পালন করি। কিন্তু আওয়ামী লীগ এ দিবসও পালন করতে দিচ্ছে না। ৫ জানুয়ারির নির্বাচনে মানুষ ভোট দেয়নি। ফলে এ সরকার যেমন অবৈধ, তেমনি সংসদও অবৈধ। বিএনপি নেত্রী বলেন, নির্বাচন কমিশন অথর্ব। কথা বলারও সাহস নেই। সিইসি নাকি অসহায়। যদি কিছু করার ক্ষমতা না থাকে তাহলে পদত্যাগ করো। নয়াপল্টনের জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘এর সরকার অবৈধ, এই সংসদও অবৈধ’। তিনি বলেন, ‘৫ জানুয়ারি আমরা কী দেখেছিলাম? সেই নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের জোট অংশ নিয়েছিল। ওই জোটে আওয়ামী লীগ ছাড়া বাকি সব পরগাছা। এরা ছাড়া আর কেউ নির্বাচনে অংশগ্রহণ করেনি।’ মঙ্গলবার ৫ জানুয়ারি বিকেল ৪টা ০৫ মিনিটে মঞ্চে প্রধান অতিথির বক্তব্য দিতে আসেন খালেদা জিয়া। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা ১০ মিনিটে জনসভা শুরু হয়। ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি এ জনসভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। খালেদা জিয়া বলেন, ১৫৪ জন বিনাভোটে নির্বাচিত হয়েছিল ৫ জানুয়ারির নির্বাচনে। ভোট ছাড়া নির্বাচিতদের কীভাবে জনপ্রতিনিধি বলা হবে? দীর্ঘ এক বছরের বেশি সময় পর উন্মুক্ত স্থানে বড় ধরনের কোনো রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ বিএনপির সমাবেশ ভয় পায় বলেই জায়গা বেঁধে দেয়, সময় বেঁধে দেয়। এর আগে সমাবেশের শুরুতে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। খালেদা জিয়া দুপুর ২টা ৫০ মিনিটে মঞ্চে উপস্থিত হন। ঢাকা মহানগর বিএনপির আয়োজনে এ সমাবেশে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঞ্চের ব্যানারে লেখা, ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জনসভা’। মঞ্চে নির্দিষ্ট সংখ্যক আসন রাখা হয়েছে। উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, এ জেড এম জাহিদ হোসেন ও অ্যাডভোকেট জয়নাল আবেদিন। দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে। এ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দীতে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে দলটি। সেখানে অনুমতি না দিয়ে শর্তসাপেক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নির্বাচন চাইলেন খালেদা

আপডেট টাইম : ০৯:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০১৬

পল্টনের সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, গণতন্ত্রের পথে ফিরে আসুন। না হলে দেশের মানুষ জেগে উঠলে আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। তিনি বলেন, অবিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা নিন। জোর করে ক্ষমতায় না থেকে নির্বাচনের সব ব্যবস্থা নিন। ২০১৪ সালের ৫ জানুয়ারিতে দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজকের আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। সেজন্য আমরা প্রতিবছর এ দিনে গণতন্ত্র হত্যা দিবস পালন করি। কিন্তু আওয়ামী লীগ এ দিবসও পালন করতে দিচ্ছে না। ৫ জানুয়ারির নির্বাচনে মানুষ ভোট দেয়নি। ফলে এ সরকার যেমন অবৈধ, তেমনি সংসদও অবৈধ। বিএনপি নেত্রী বলেন, নির্বাচন কমিশন অথর্ব। কথা বলারও সাহস নেই। সিইসি নাকি অসহায়। যদি কিছু করার ক্ষমতা না থাকে তাহলে পদত্যাগ করো। নয়াপল্টনের জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘এর সরকার অবৈধ, এই সংসদও অবৈধ’। তিনি বলেন, ‘৫ জানুয়ারি আমরা কী দেখেছিলাম? সেই নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের জোট অংশ নিয়েছিল। ওই জোটে আওয়ামী লীগ ছাড়া বাকি সব পরগাছা। এরা ছাড়া আর কেউ নির্বাচনে অংশগ্রহণ করেনি।’ মঙ্গলবার ৫ জানুয়ারি বিকেল ৪টা ০৫ মিনিটে মঞ্চে প্রধান অতিথির বক্তব্য দিতে আসেন খালেদা জিয়া। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা ১০ মিনিটে জনসভা শুরু হয়। ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি এ জনসভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। খালেদা জিয়া বলেন, ১৫৪ জন বিনাভোটে নির্বাচিত হয়েছিল ৫ জানুয়ারির নির্বাচনে। ভোট ছাড়া নির্বাচিতদের কীভাবে জনপ্রতিনিধি বলা হবে? দীর্ঘ এক বছরের বেশি সময় পর উন্মুক্ত স্থানে বড় ধরনের কোনো রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ বিএনপির সমাবেশ ভয় পায় বলেই জায়গা বেঁধে দেয়, সময় বেঁধে দেয়। এর আগে সমাবেশের শুরুতে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। খালেদা জিয়া দুপুর ২টা ৫০ মিনিটে মঞ্চে উপস্থিত হন। ঢাকা মহানগর বিএনপির আয়োজনে এ সমাবেশে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঞ্চের ব্যানারে লেখা, ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জনসভা’। মঞ্চে নির্দিষ্ট সংখ্যক আসন রাখা হয়েছে। উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, এ জেড এম জাহিদ হোসেন ও অ্যাডভোকেট জয়নাল আবেদিন। দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে। এ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দীতে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে দলটি। সেখানে অনুমতি না দিয়ে শর্তসাপেক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি।