এই প্রথম দ্বৈত চরিত্রে দেখা যাবে আলোচিত নায়িকা ববিকে। একজন সাহসী পুলিশ অফিসার, অন্যজন বেপরোয়া পকেটমার- এমন দুটি চরিত্র নিয়ে ববি আসছেন তার ‘অ্যাকশন জেসমিন’-এ। মো. শরীফ উদ্দিন খান দিপু প্রযোজিত ও ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অ্যাকশন জেসমিন’ ১৫ই মে মুক্তি পাবে। ববির বিপরীতে এ ছবির নায়ক সুদর্শন সাইমন। পিংকি চলচ্চিত্রের ব্যানারে নির্মিত গল্পনির্ভর অ্যাকশন ছবি ‘অ্যাকশন জেসমিন’-এ প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দর্শকদের সামনে আসা প্রসঙ্গে ববি বলেন, দুটি চরিত্রই ভিন্ন ধরনের। একটি মারদাঙ্গা আরেকটি কমেডি ধাঁচের। একটি ছবিতে দুটি চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি বেশ আনন্দ পেয়েছি। দুটি চরিত্রই মজার। আলাদা আলাদা অভিনয় করতে হয়েছে। দর্শকদের কথা ভেবে বেশ মনোযোগ দিয়েই কাজ করেছি। পর্দায় ‘অ্যাকশন জেসমিন’-এ দুই ববিকে দেখে দর্শকরা মুগ্ধ হবেন, এমন আশাবাদ আমার।
অভিনেত্রী, গ্ল্যামারাস ববি অনেক দিন পর দর্শকদের সামনে আসছেন। এ নিয়েও বেশ উৎফুল্ল তিনি। একটি ভাল ছবি নিয়ে আসতে পেরে বেশ ভাল লাগছে বলে জানান ববি।
সংবাদ শিরোনাম
দ্বৈত চরিত্রে ববি
- Reporter Name
- আপডেট টাইম : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০১৫
- ৪৩৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ