দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেন উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। একইসাথে অধিকাংশ সূচকেরও দরপতন ঘটেছে।
ডিএসইতে আজ মোট ৩১৩টি কোম্পানির ১১ কোটি ২৫ লাখ ৯০ হাজার ১২৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৫৬ কোটি ৫০ লাখ ৪৭ হাজার ৭৭০ টাকা। যা আগের দিনের চেয়ে ১০১ কোটি ১২ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৬.৭০ পয়েন্ট কমে ৪৬০৮.০৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২০.৬৯ পয়েন্ট কমে ১৭৫৬.৮২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১৪.৯৬ পয়েন্ট কমে ১১১০.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- কাশেম ড্রাইসেল, বিএসআরএম স্টিল, আফতাব অটোস, সাইফ পাওয়ার, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, কেডিএস এক্সেসরিজ, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা ও লাফার্জ সুরমা সিমেন্ট।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- হাক্কানী পাল্প, জিকিউ বলপেন, এপেক্স স্পিনিং, লিগেসী ফুটওয়্যার, ফেডারেল ইন্সুরেন্স, কেয়া কসমেটিকস, ৪র্থ আইসিবি, নিটল ইন্সুরেন্স, ওয়াটা কেমিক্যাল ও গ্লোবাল ইন্সুরেন্স।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ফারইস্ট নিটিং, আইএফআইসি ১ম মি. ফা., কাশেম ড্রাইসেল, প্রিমিয়ার সিমেন্ট, মেঘনা সিমেন্ট, কেডিএস এক্সেসরিজ, রূপালি লাইফ ইন্সুরেন্স, আরামিট লি., আমান ফীডস ও কনফিডেন্স সিমেন্ট।