মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সাজা কমানোর আবেদন করেছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে শুনানির সময় নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘কোনো অভিযোগে যদি মতিউর রহমান নিজামীকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় চরম শাস্তি মৃত্যুদণ্ডের পরিবর্তে যেন যাবজ্জীবন কারাদণ্ড বা অন্য কোনো সাজা দেওয়া হয়।’
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলায় এই প্রথম জামায়াত নেতাদের আইনজীবী আসামির দোষ স্বীকার করে সাজা কমানোর আবেদন করলেন।’