সরকারি নন-ক্যাডার পদে মোট তিন হাজার ৫১৯ জন লোক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জাসদের সংসদ সদস্য নাজমুল হক প্রধানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সরকারি দলের হাবিবুর রহমান মোল্লাহর আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারি কর্ম কমিশন সচিবালয়ে পৃথক উইং সৃষ্টি করে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের লক্ষ্যে কার্যক্রম নেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগের জন্য দ্রুত পৃথক উইং গঠন কার্যক্রম শেষ হবে। জাসদের নাজমুল হক প্রধানের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, সরকারি দপ্তরগুলোতে শূন্য পদে জনবল নিয়োগ চলমান প্রক্রিয়া। সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে দুই হাজার ১৫৮টি পদে নিয়োগের জন্য সুপারিশ পাঠিয়েছে। প্রাক-চরিত্র যাচাই, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিবেদন পাওয়ার পর উপযুক্ত বিবেচিত প্রার্থীকে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রাপ্ত রিকুইজিশনের পরিপ্রেক্ষিতে পিএসসি প্রথম ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদে নিয়োগের সুপারিশও করে থাকে। সে অনুযায়ী চলতি অর্থবছরে সরকারি নন-ক্যাডার পদে মোট তিন হাজার ৫১৯ জন লোক নিয়োগ করা হবে। আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তার সংখ্যা সর্বমোট ৬৫৪ জন। এর মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ৫৫১ এবং জনসাধারণের মধ্য থেকে বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তি হিসেবে নিয়োগপ্রাপ্ত ১০৩ জন। সরকারি দলের সংসদ সদস্য মনিরুল ইসলামের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি ছুটি বৃদ্ধি করার বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই।
সংবাদ শিরোনাম
সরকারি চাকরিপ্রার্থীদের দারুণ সুখবর
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:২৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০১৫
- ৭৩৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ