হাওর বার্তা ডেস্কঃ লন্ডনে ১০ দিনের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ সোমবার সকালে দেশে ফিরেছেন তিনি। স্বাস্থ্য ও চোখের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট সকালে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীরা।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ডিপ্লোম্যাটিক কোরের ভারপ্রাপ্ত ডিন ও বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক ও ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। এ ছাড়া তিন বাহিনী প্রধান, পুলিশের আইজিসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
গত ৩১ আগস্ট আবদুল হামিদ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।