সাঈদীর সাজা পুনর্বিবেচনায় আবেদন করবে রাষ্ট্রপক্ষ

জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা করবে রাষ্ট্রপক্ষ। রবিবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের এই কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, রিভিউ আবেদনে ফাঁসির রায় পুনর্বহাল হবে বলে আশা করছি।

মুক্তিযুদ্ধে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন। ঐ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন তার আইনজীবী। গত বছরের ১৭ সেপ্টেম্বর সাঈদীর আপিল মামলার চূড়ান্ত রায় দেয়া হয়। এতে মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর