হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশে পাকিস্তানের এজেন্ট জিয়াউর রহমানের মুখোশ এখনও উন্মোচন হয়নি।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় দুস্থদের মাঝে আয়োজিত ভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের জাতি সত্ত্বাকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য নানা ধরনের অপচেষ্টা চলছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হলেও যেসব খুনি বিদেশে রয়েছে তাদের এখনও বিচার করা হয়নি। শিঘ্রই তাদের দেশে এনে বিচার করা হবে।