ঢাকা ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান গাজীপুরে : পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭
  • ৪৮২ বার

গাজীপুর সিটি কর্পোরেশনের জেলাশহর সহ ৯টি ওয়ার্ডে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূলে জেলা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানের পূর্বে শনিবার দুপুরে গাজীপুর পুলিশ লাইন প্রাঙ্গনে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ বিপিএম, পিপিএম (বার) সাংবাদিকদের জানান, গাজীপুর রাজধানীর পাশে থাকায় জঙ্গি সংগঠনের নেতা-কর্মী ও সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার পলাতক আসামিরা অবস্থান করতে পারে এমন আশঙ্কায় এ অভিযান চালানো হচ্ছে। ব্রিফিংকালে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান, রাসেল শেখ, গোলাম সবুর, সাখাওয়াৎ হোসেন ও জয়দেবপুর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
জেলা পুলিশ এক যোগে সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে ৪৫টি স্পটে অভিযান শুরু করা করে। অভিযানে জেলার পাঁচ শতাধিক পুলিশ অংশ নিচ্ছে।
পুলিশ সুপার আরও জানান, এসব এলাকার যেসব বাড়িতে বাড়ির মালিকরা থাকেন না সেখানে কারা, কোন ভাড়াটে কতদিন ধরে অবস্থান করছেন, তাদের পেশাই বা কি, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে এসব তথ্য নিচ্ছে । এছাড়া অভিযানের সময় বাড়ির মালিকদের সন্ত্রাসী ও জঙ্গিদের বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে লিফলেট এবং ভাড়াটেদের তথ্য ফরম বিতরণ করেন। এ অভিযান পর্যায়ক্রমে পুরো জেলায় অব্যাহত থাকবে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ জানান, ৬ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৩জনসহ সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ৫ শতাধিক পুলিশ গাজীপুর সিটির ৯টি ওয়ার্ডের ৪৫টি স্পটে একযোগে অভিযান শুরু করা হয়। এর আগে গত ২৩ এপ্রিল টঙ্গী থানাধীন ১৫টি ওয়ার্ডে ৬০টি স্পটে একযোগে একইভাবে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ জিহাদী বই, তিনটি দেশীয় অস্ত্র, মাদক ও দুই নারীসহ ১০জনকে আটক করেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান গাজীপুরে : পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ

আপডেট টাইম : ১১:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭

গাজীপুর সিটি কর্পোরেশনের জেলাশহর সহ ৯টি ওয়ার্ডে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূলে জেলা পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীর কাছে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানের পূর্বে শনিবার দুপুরে গাজীপুর পুলিশ লাইন প্রাঙ্গনে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ বিপিএম, পিপিএম (বার) সাংবাদিকদের জানান, গাজীপুর রাজধানীর পাশে থাকায় জঙ্গি সংগঠনের নেতা-কর্মী ও সন্ত্রাসীসহ বিভিন্ন মামলার পলাতক আসামিরা অবস্থান করতে পারে এমন আশঙ্কায় এ অভিযান চালানো হচ্ছে। ব্রিফিংকালে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান, রাসেল শেখ, গোলাম সবুর, সাখাওয়াৎ হোসেন ও জয়দেবপুর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
জেলা পুলিশ এক যোগে সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে ৪৫টি স্পটে অভিযান শুরু করা করে। অভিযানে জেলার পাঁচ শতাধিক পুলিশ অংশ নিচ্ছে।
পুলিশ সুপার আরও জানান, এসব এলাকার যেসব বাড়িতে বাড়ির মালিকরা থাকেন না সেখানে কারা, কোন ভাড়াটে কতদিন ধরে অবস্থান করছেন, তাদের পেশাই বা কি, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে এসব তথ্য নিচ্ছে । এছাড়া অভিযানের সময় বাড়ির মালিকদের সন্ত্রাসী ও জঙ্গিদের বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে লিফলেট এবং ভাড়াটেদের তথ্য ফরম বিতরণ করেন। এ অভিযান পর্যায়ক্রমে পুরো জেলায় অব্যাহত থাকবে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ জানান, ৬ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৩জনসহ সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ৫ শতাধিক পুলিশ গাজীপুর সিটির ৯টি ওয়ার্ডের ৪৫টি স্পটে একযোগে অভিযান শুরু করা হয়। এর আগে গত ২৩ এপ্রিল টঙ্গী থানাধীন ১৫টি ওয়ার্ডে ৬০টি স্পটে একযোগে একইভাবে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ জিহাদী বই, তিনটি দেশীয় অস্ত্র, মাদক ও দুই নারীসহ ১০জনকে আটক করেছিল।