বগুড়ার আদমদীঘির সান্তাহারে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহের আঙুলের ছাপের (ফিঙ্গার প্রিন্ট) মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম (২৫)। তিনি জয়পুরহাট সদর উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল আলিমের ছেলে।
এরে আগে আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সান্তাহার পৌর শহরের মালশন এলাকার বাইপাস সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, প্রথমে অজ্ঞাতনামা হিসাবে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করা হয়। পরে নওগাঁ পিবিআই এর একটি টিম ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করে।
ওসি আরও জানান, নিহত জাহাঙ্গীর আলম মাদকাসক্ত ছিলেন। তার বিরুদ্ধে জয়পুরহাটসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, মাদক, ডাকাতি ও চাঁদাবাজির ৬টি মামলা রয়েছে। প্রায় ৫/৬ বছর ধরে তিনি গা ঢাকা দিয়ে ছিলেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর নিহত হতে পারেন।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান ওসি।