ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

| আজ থেকে বাজারে আসছে নতুন টাকা, পাওয়া যাবে ১১ ব্যাংকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ২৩ বার

দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজ ও নতুন ডিজাইনের ১০০০, ৫০ এবং ২০ টাকা মূল্যমানের নোট বাজারে এসেছে।

ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার (২ জুন) থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখায় সীমিতভাবে এই নতুন টাকা বিনিময়ের সুযোগ পাবেন গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, রোববার (১ জুন) থেকেই প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস ও কয়েকটি ব্যাংকের মাধ্যমে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট বিতরণ শুরু হয়েছে। তবে পর্যাপ্ত মজুত না থাকায় রাজধানীর বাইরে অন্য জেলা শহরগুলোতে ঈদের আগে এই নতুন নোট সরবরাহ করা সম্ভব হবে না।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১১টি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে গ্রাহকরা এই নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

ব্যাংকগুলো হলো- সোনালী, জনতা, অগ্রণী, পূবালী, উত্তরা, রূপালী, ডাচ-বাংলা, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী, ব্র্যাক এবং ইস্টার্ন ব্যাংক। কোন শাখায় নতুন টাকা বিনিময় হবে, তা সংশ্লিষ্ট ব্যাংক নিজেরা ঠিক করবে।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রথম ধাপে বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট।

চলমান সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা প্রচলিত থাকবেই। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য নমুনা (নন-এক্সচেঞ্জেবল) ১০০০, ৫০ ও ২০ টাকার নোটও ছাপানো হয়েছে, যা নির্ধারিত মূল্যের বিনিময়ে মিরপুরের বাংলাদেশ ব্যাংক জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়-কেন্দ্রিক সকল সংগঠন বাতিলের নির্দেশনা চেয়ে রিট

| আজ থেকে বাজারে আসছে নতুন টাকা, পাওয়া যাবে ১১ ব্যাংকে

আপডেট টাইম : ১১:০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন সিরিজ ও নতুন ডিজাইনের ১০০০, ৫০ এবং ২০ টাকা মূল্যমানের নোট বাজারে এসেছে।

ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার (২ জুন) থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখায় সীমিতভাবে এই নতুন টাকা বিনিময়ের সুযোগ পাবেন গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, রোববার (১ জুন) থেকেই প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস ও কয়েকটি ব্যাংকের মাধ্যমে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট বিতরণ শুরু হয়েছে। তবে পর্যাপ্ত মজুত না থাকায় রাজধানীর বাইরে অন্য জেলা শহরগুলোতে ঈদের আগে এই নতুন নোট সরবরাহ করা সম্ভব হবে না।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১১টি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে গ্রাহকরা এই নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

ব্যাংকগুলো হলো- সোনালী, জনতা, অগ্রণী, পূবালী, উত্তরা, রূপালী, ডাচ-বাংলা, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী, ব্র্যাক এবং ইস্টার্ন ব্যাংক। কোন শাখায় নতুন টাকা বিনিময় হবে, তা সংশ্লিষ্ট ব্যাংক নিজেরা ঠিক করবে।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রথম ধাপে বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট।

চলমান সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা প্রচলিত থাকবেই। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য নমুনা (নন-এক্সচেঞ্জেবল) ১০০০, ৫০ ও ২০ টাকার নোটও ছাপানো হয়েছে, যা নির্ধারিত মূল্যের বিনিময়ে মিরপুরের বাংলাদেশ ব্যাংক জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।