নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “হিজবুত তাহরী”র একজন শীর্ষ নেতা এবং কুখ্যাত “ছোটন গ্যাং”-এর সদস্য (The nationalist Data’য় প্রকাশিত ছবি ও তথ্য সংযুক্ত- “ক”)মোহাম্মদ এজাজ । স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া’র লিখিত আধা সরকারি পত্র দেওয়ার অনুরোধের মোহাম্মদ এজাজ’কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ প্রদান করা হয় (আধা সরকারি পত্র সংযুক্ত-“খ”)। নিয়ম নীতি ছাড়া নিয়োগের পূর্বে তার জন্য কোন গোয়েন্দা তথ্যও চাওয়া হয়নি। হিজবুত তাহরীর নেতা-কর্মীদের তালিকার ৫ নং ক্রমিকে এজাজের নাম উল্লেখ রয়েছে বলে লেখেন (তালিকা সংযুক্ত-“গ”)। এজাজ শুধু নিষিদ্ধ সংগঠনের নেতাই নয় বরং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর ছিলেন । মুজিব ও হাসিনা প্রেমী এজাজের পদচারনা ছিল আওয়ামী সরকারের সর্বত্র (জুলকার নাইন সায়ের-এর পোস্ট সংযুক্ত”ঘ”)। মুজিব, হাসিনা হতে শুরু করে ফ্যাসিষ্ট, দুর্নীতির বরপুত্র হাসিনার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ সর্বত্র উপস্থিতি ছিল এই এজাজের। প্রশাসক হয়েই এজাজ আমিনুল ইসলাম নামক একজন এস্তোনিয়ার নাগরিককে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ করিয়েছে (নিয়োগ পত্র সংযুক্ত “ও”)।
এলাকার জনগণের বক্তব্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সেবার মান সর্বনিম্ন পর্যায়ে গেছে। দুর্নীতিতেও এজাজ ফ্যাসিস্ট দুর্নীতিবাজ সাবেক মেয়র আতিকুল ইসলামকেও ছাড়িয়ে গেছে। শুধু কোরবানির গরু হাট ইজারাতেই ২২ কোটি টাকা লুটপাট হয়েছে (পত্রিকায় প্রকাশিত সংবাদ সংযুক্ত-“চ”)। বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণ নিষিদ্ধ সংগঠনের নেতা এজাজ’কে ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের’ প্রশাসক হিসেবে দেখতে চায় না। সর্বস্তরের মানুষ তার অপসারণ ও বিচার চায় (পত্রিকায় প্রকাশিত সংবাদ সংযুক্ত-“ছ”)। তারা লাগাতর বিক্ষোভ, সমাবেশ ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার বলেন, দেশবাসীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে নিষিদ্ধ সংগঠনের নেতা মোহাম্মদ এজাজ-এর অপসারণের দাবী জানিয়েছেন। মোহাম্মদ এজাজ’কে নিয়োগের সুপারিশ করেছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শপথ ভঙ্গ করেছেন বলে উপদেষ্টা পদে থাকার নৈতিক অধিকার নেই । এই ক্ষেত্রে আসিফ মাহমুদ সজীব ভূইয়া’ নিজের দায় স্বীকার করে উপদেষ্টার পদ হতে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। নিষিদ্ধ সংগঠনের নেতা মোহাম্মদ এজাজ’কে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার জন্যে অর্ন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।