পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে শাকিল আকন (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল ওই গ্রামের ইউসুফ আকনের ছেলে। সে হলতা নেছারিয়া দাখিল মাদ্রাসা থেকে সদ্য সমাপ্ত দাখিল পরীক্ষার্থী ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার ছাত্র শাকিল আজ সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির আশঙ্কায় মাঠে গরু আনতে যায়। মাঠের ওই জমিতেই শাকিলের মা শারমিন আক্তার ফসল তুলছিলো। পরে দুপুরের দিকে মাঠে বেঁধে রাখা গরু আনার উদ্দেশ্যে রওয়ানা দিলে হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে শাকিল মাঠে লুটিয়ে পড়ে মায়ের সামনেই ঘটনাস্থলে মৃত্যু ঘটে।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার মো. ফেরদৌস বলেন, ‘হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়।’
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বজ্রপাতে মায়ের সামনে শাকিল আকনের মৃত হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’