ফরিদপুরের সদরপুর উপজেলায় বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে পুলিশ এবং সেনাবাহিনী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি ও ঠেঙ্গামারী গ্রামে অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে থানায় হামলা, অস্ত্র লুট, ডাকাতি ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে বলে জানিয়েছে সদরপুর থানা পুলিশ। আজ রবিবার দুপুর ১২টায় গ্রেপ্তারকৃতদের ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে ।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, গত বছরের ৫ আগস্ট সদরপুর থানায় সংঘটিত হামলা ও সরকারি অস্ত্র লুটের ঘটনার ১১ জন, ডাকাতি মামলায় ২জন ও ওয়ারেন্টভুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারদের অধিকাংশের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় সন্দেহভাজনদের বাড়ি ঘিরে ফেলা হয় এবং কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়।