ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নারীর পকেট টিস্যুর প্যাকেটে মিলল লাখ টাকার ইয়াবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ২০ বার

আখাউড়া রেলওয়ে থানার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের নিচে ফুটওভার ব্রিজের পাশে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে থানার এসআই (নিঃ) সুব্রত বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।

আটক নারী মাদক ব্যবসায়ী লাকী আক্তার (৪৩) জেলার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইসমাইল মিয়ার কন্যা এবং আমির হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে মহিলা পুলিশ সদস্যের সহায়তায় দেহ তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি বসুন্ধরা পকেট টিস্যুর প্যাকেট থেকে (দুইটি জিপারযুক্ত কালো পলিথিনে রাখা) মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য উদ্ধার ও নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারীর পকেট টিস্যুর প্যাকেটে মিলল লাখ টাকার ইয়াবা

আপডেট টাইম : ১১:০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

আখাউড়া রেলওয়ে থানার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের নিচে ফুটওভার ব্রিজের পাশে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে থানার এসআই (নিঃ) সুব্রত বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।

আটক নারী মাদক ব্যবসায়ী লাকী আক্তার (৪৩) জেলার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইসমাইল মিয়ার কন্যা এবং আমির হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে মহিলা পুলিশ সদস্যের সহায়তায় দেহ তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি বসুন্ধরা পকেট টিস্যুর প্যাকেট থেকে (দুইটি জিপারযুক্ত কালো পলিথিনে রাখা) মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য উদ্ধার ও নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।