ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে বর আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ১৮ বার

নোয়াখালীর মাইজদীতে বিয়ের আসর থেকে ৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে বরসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেলে শহরের মেহেরান ডাইন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতিতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

অভিযুক্ত বর ইকবাল হোসেন (৩৬) নোয়াখালীতে ড্রাগ সুপার হিসেবে কর্মরত। তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। কনে একজন অনার্স পড়ুয়া ছাত্রী। কয়েক বছর আগে তার পিতার মৃত্যু হলে কনের মামারাই বিয়ের আয়োজন করেন।

কনের মামা মো. হিরণ জানান, গত ৯ মে ইকবাল হোসেনের সঙ্গে এনগেজমেন্ট হয়। ১৫ মে গায়ে হলুদের পর ১৬ মে বিয়ের দিন ধার্য ছিল। দেনমোহর নির্ধারণ করা হয়েছিল ১১ লাখ ১ টাকা। কিন্তু বিয়ের দিন দুপুরে বর হঠাৎ ফোন করে জানান, তিনি বিয়ে করতে আসবেন না এবং দাবি করেন ৫০ লাখ টাকা যৌতুক।

পরে জানা যায়, বর সাধারণ পোশাকে রেস্টুরেন্টে গিয়ে একটি কক্ষে আত্মগোপনে ছিলেন। সেখান থেকে কনের স্বজনরা তাকে খুঁজে বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বরসহ দুজনকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বরের ভাই সোহরাব হোসেন বলেন, ‘পারিবারিক একটি বিষয় নিয়ে ভাই রুমে ছিলেন। তিনি পালাননি এবং কোনো যৌতুকও দাবি করেননি। বরং কনে পক্ষই উল্টো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বরকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে যৌতুক দাবির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে বর আটক

আপডেট টাইম : ১১:১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

নোয়াখালীর মাইজদীতে বিয়ের আসর থেকে ৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে বরসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেলে শহরের মেহেরান ডাইন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতিতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

অভিযুক্ত বর ইকবাল হোসেন (৩৬) নোয়াখালীতে ড্রাগ সুপার হিসেবে কর্মরত। তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। কনে একজন অনার্স পড়ুয়া ছাত্রী। কয়েক বছর আগে তার পিতার মৃত্যু হলে কনের মামারাই বিয়ের আয়োজন করেন।

কনের মামা মো. হিরণ জানান, গত ৯ মে ইকবাল হোসেনের সঙ্গে এনগেজমেন্ট হয়। ১৫ মে গায়ে হলুদের পর ১৬ মে বিয়ের দিন ধার্য ছিল। দেনমোহর নির্ধারণ করা হয়েছিল ১১ লাখ ১ টাকা। কিন্তু বিয়ের দিন দুপুরে বর হঠাৎ ফোন করে জানান, তিনি বিয়ে করতে আসবেন না এবং দাবি করেন ৫০ লাখ টাকা যৌতুক।

পরে জানা যায়, বর সাধারণ পোশাকে রেস্টুরেন্টে গিয়ে একটি কক্ষে আত্মগোপনে ছিলেন। সেখান থেকে কনের স্বজনরা তাকে খুঁজে বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বরসহ দুজনকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বরের ভাই সোহরাব হোসেন বলেন, ‘পারিবারিক একটি বিষয় নিয়ে ভাই রুমে ছিলেন। তিনি পালাননি এবং কোনো যৌতুকও দাবি করেননি। বরং কনে পক্ষই উল্টো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বরকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে যৌতুক দাবির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।’