ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পা দিয়ে লিখে হাবিপ্রবি’র ভর্তি পরীক্ষায় মানিকের চমক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ১৯ বার

জন্ম থেকে দুই হাত নেই, একটি পা ছোট—তবু অদম্য ইচ্ছাশক্তি আর অধ্যবসায়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় বি ইউনিটে মেধা তালিকায় ১৯২তম স্থান অর্জন করেছেন মানিক রহমান। পা দিয়ে লিখেই এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া এই শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর সাফল্যে পরিবার, শিক্ষক ও প্রতিবেশীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।

রোববার (১১ মে) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে মানিকের এ সাফল্যে তার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামে আনন্দ-উৎসব শুরু হয়।

মানিক ২০২২ সালে ফুলবাড়ীর জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৪ সালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন। এর আগেও পিইসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি ও জেএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন তিনি।

শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। ছোটবেলা থেকেই পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলেন। এমনকি মোবাইল চালানো ও কম্পিউটার টাইপিংয়েও দক্ষতা অর্জন করেছেন তিনি। তার স্বপ্ন, একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া।

মানিকের বাবা ব্যবসায়ী মিজানুর রহমান ও মা সহকারী অধ্যাপক মরিয়ম বেগম জানান, “মানিক শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও আমরা তাকে কখনো প্রতিবন্ধী মনে করিনি। তার মনোবল আমাদের গর্বিত করে। আজ তার স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে গেল।”

মানিক রহমান বলেন, “আমার দুটি হাত না থাকলেও, আল্লাহর রহমত, বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণায় আমি প্রতিটি পরীক্ষায় সফল হয়েছি। এবার হাবিপ্রবির বি ইউনিটে ১৯২তম হয়ে ভর্তির সুযোগ পেয়েছি। সবাই দোয়া করবেন আমি যেন একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পা দিয়ে লিখে হাবিপ্রবি’র ভর্তি পরীক্ষায় মানিকের চমক

আপডেট টাইম : ১১:১৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

জন্ম থেকে দুই হাত নেই, একটি পা ছোট—তবু অদম্য ইচ্ছাশক্তি আর অধ্যবসায়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় বি ইউনিটে মেধা তালিকায় ১৯২তম স্থান অর্জন করেছেন মানিক রহমান। পা দিয়ে লিখেই এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া এই শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর সাফল্যে পরিবার, শিক্ষক ও প্রতিবেশীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।

রোববার (১১ মে) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে মানিকের এ সাফল্যে তার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামে আনন্দ-উৎসব শুরু হয়।

মানিক ২০২২ সালে ফুলবাড়ীর জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৪ সালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন। এর আগেও পিইসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি ও জেএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন তিনি।

শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। ছোটবেলা থেকেই পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তোলেন। এমনকি মোবাইল চালানো ও কম্পিউটার টাইপিংয়েও দক্ষতা অর্জন করেছেন তিনি। তার স্বপ্ন, একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়া।

মানিকের বাবা ব্যবসায়ী মিজানুর রহমান ও মা সহকারী অধ্যাপক মরিয়ম বেগম জানান, “মানিক শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও আমরা তাকে কখনো প্রতিবন্ধী মনে করিনি। তার মনোবল আমাদের গর্বিত করে। আজ তার স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে গেল।”

মানিক রহমান বলেন, “আমার দুটি হাত না থাকলেও, আল্লাহর রহমত, বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণায় আমি প্রতিটি পরীক্ষায় সফল হয়েছি। এবার হাবিপ্রবির বি ইউনিটে ১৯২তম হয়ে ভর্তির সুযোগ পেয়েছি। সবাই দোয়া করবেন আমি যেন একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারি।