রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে মো. মিজানুর রহমান মোল্লা (৩৪) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার রাত পৌনে ৮টার দিকে কালুখালী উপজেলার বল্লবপুর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মিজানুর রহমান মোল্লা কালু উপজেলার বহরের কালুখালী গ্রামের মো. ওয়াজেদ আলী মোল্লার ছেলে। তিনি ওই উপজেলার রতনদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, থানার এসআই মুহাম্মদ মোতালেব হোসেন তার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মিজানুর রহমান মোল্লাকে গ্রেপ্তার করে। কালুখালী থানার বল্লবপুর মোড় থেকে কালুখালী থানার গত ১০ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার মিজানুর রহমান মোল্লাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে বলেও জানান কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।