ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আমরা কোনো ব্যাংক বন্ধ করে দেব না: অর্থ উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ১৬ বার

অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ব্যবস্থাপনার দুর্বলতার কারণে অনেকগুলো ব্যাংকে সমস্যা দেখা দিয়েছে। আমরা এখন সিমটম দেখে সংস্কারের পদক্ষেপ নিচ্ছি। ম্যানেজমেন্ট খারাপ ছিল, গভর্নেন্স করাপ্ট ছিল। কতগুলো ব্যাংক ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ইসলামী ব্যাংক দেশের বিগেস্ট ব্যাংক, এটা কিন্তু ফিরে আসার পথে। কিছু ব্যাংক হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমরা কোনো ব্যাংক বন্ধ করে দেব না।’

আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘ব্যাংকিংখাতে সংস্কারগুলো মানুষের কল্যাণের জন্য এবং দীর্ঘস্থায়ী সুবিধার জন্য। এমন না যে আমরা আবার টাকা ছাপিয়ে দিয়ে দিলাম। তারা (বিগত আওয়ামী লীগ সরকার) তো মহা আনন্দে টাকা ছাপিয়েছে।’

অর্থনৈতিকখাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তুলে ধরে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা একটি পায়ের ছাপ রেখে যাব। আমরা এমন জায়গা দিয়ে হাঁটব, যেখানে রাস্তা তৈরির দিক নির্দেশ করবে। আমরা কিছু সংস্কার করে যাব। পরবর্তীতে যারা আসবেন (রাষ্ট্র পরিচালনায়), তারা বুঝবেন যে এখান থেকে রাস্তা তৈরি করতে হবে। একটি কল্যাণমুখী রাষ্ট্র করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

অন্তর্বর্তী সরকারের সাফল্যের কথা তুলে ধরে এ উপদেষ্টা বলেন, ‘আমাদের সাফল্যের সূর্য উদয় হয়েছে। আমাদের অর্জন খুব একটা খারাপ না। বিশ্ব ব্যাংক (ডব্লিউবি) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আমাদের গ্যাস সেক্টরে সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইতোপূর্বে এমন আশ্বাস বা সহযোগিতার প্রতিশ্রুতি বাংলাদেশ পায়নি। সুতরাং এটা সরকারের অন্যতম একটি সফলতা।’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আধুনিকায়ন পরিকল্পনার কথা জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এনবিআরের সিস্টেমটা অতটা আধুনিক নয়; হয়তো কাস্টমসে কিছুটা আধুনিকায়ন হয়েছে। সিস্টেমটা যদি অটোমেটেড হয়, তাহলে ভ্যাট কালেকশন, আয়কর কালেকশন, কাস্টম ডিউটি কালেকশন সহজ হবে।

তিনি বলেন, এবার ই-রিটার্ন নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চার লাখ ই-রিটার্ন চলে আসছে। কোম্পানির ই-রিটার্ন নিতে সময় লাগবে। ব্যবসায়ীরা এনবিআরকে একটু ভীতির চোখে দেখে। অটোমেটেড হলে সবকিছু হবে স্বচ্ছ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা কোনো ব্যাংক বন্ধ করে দেব না: অর্থ উপদেষ্টা

আপডেট টাইম : ০৫:৪৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ব্যবস্থাপনার দুর্বলতার কারণে অনেকগুলো ব্যাংকে সমস্যা দেখা দিয়েছে। আমরা এখন সিমটম দেখে সংস্কারের পদক্ষেপ নিচ্ছি। ম্যানেজমেন্ট খারাপ ছিল, গভর্নেন্স করাপ্ট ছিল। কতগুলো ব্যাংক ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ইসলামী ব্যাংক দেশের বিগেস্ট ব্যাংক, এটা কিন্তু ফিরে আসার পথে। কিছু ব্যাংক হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমরা কোনো ব্যাংক বন্ধ করে দেব না।’

আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘ব্যাংকিংখাতে সংস্কারগুলো মানুষের কল্যাণের জন্য এবং দীর্ঘস্থায়ী সুবিধার জন্য। এমন না যে আমরা আবার টাকা ছাপিয়ে দিয়ে দিলাম। তারা (বিগত আওয়ামী লীগ সরকার) তো মহা আনন্দে টাকা ছাপিয়েছে।’

অর্থনৈতিকখাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তুলে ধরে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা একটি পায়ের ছাপ রেখে যাব। আমরা এমন জায়গা দিয়ে হাঁটব, যেখানে রাস্তা তৈরির দিক নির্দেশ করবে। আমরা কিছু সংস্কার করে যাব। পরবর্তীতে যারা আসবেন (রাষ্ট্র পরিচালনায়), তারা বুঝবেন যে এখান থেকে রাস্তা তৈরি করতে হবে। একটি কল্যাণমুখী রাষ্ট্র করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

অন্তর্বর্তী সরকারের সাফল্যের কথা তুলে ধরে এ উপদেষ্টা বলেন, ‘আমাদের সাফল্যের সূর্য উদয় হয়েছে। আমাদের অর্জন খুব একটা খারাপ না। বিশ্ব ব্যাংক (ডব্লিউবি) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আমাদের গ্যাস সেক্টরে সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইতোপূর্বে এমন আশ্বাস বা সহযোগিতার প্রতিশ্রুতি বাংলাদেশ পায়নি। সুতরাং এটা সরকারের অন্যতম একটি সফলতা।’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আধুনিকায়ন পরিকল্পনার কথা জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এনবিআরের সিস্টেমটা অতটা আধুনিক নয়; হয়তো কাস্টমসে কিছুটা আধুনিকায়ন হয়েছে। সিস্টেমটা যদি অটোমেটেড হয়, তাহলে ভ্যাট কালেকশন, আয়কর কালেকশন, কাস্টম ডিউটি কালেকশন সহজ হবে।

তিনি বলেন, এবার ই-রিটার্ন নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চার লাখ ই-রিটার্ন চলে আসছে। কোম্পানির ই-রিটার্ন নিতে সময় লাগবে। ব্যবসায়ীরা এনবিআরকে একটু ভীতির চোখে দেখে। অটোমেটেড হলে সবকিছু হবে স্বচ্ছ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খান।