মো. নাফিউল ইসলাম নিয়াজ নামে আট বছর ৯ মাসের একটি ছোট্ট শিশু মাত্র আট মাসে পবিত্র কুরআন মুখস্থ সম্পন্ন করে নজির সৃষ্টি করেছে।
গত মাসের অক্টোবরে তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার পিরোজপুর শাখা থেকে ৮ মাস চার দিনে পবিত্র কোরআন হিফজ মুখস্থ শেষ করেন মো. নাফিউল ইসলাম নিয়াজ।
২০১৬ সালে জানুয়ারি মাসের আঠারো তারিখে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সেখমাটিয়া গ্রামে জন্ম করেন মো. নাফিউল ইসলাম নিয়াজ।
তার পিতা মো. মশিউল আলম সোহেল পেশায় একজন শিক্ষক।
হাফেজ মো. নাফিউল ইসলাম নিয়াজের পিতা মো. মশিউল আলম সোহেল বলেন, ‘মহান আল্লাহর অশেষ রহমতে মাত্র আট মাসে আমার ছেলে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন বড় হয়ে একজন হক্কানী আলেম ও ইসলামী স্কলার হয়ে ইসলামের খেদমত করতে পারে।’
মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আবু হানিফ বলেন, ‘আল্লাহর অশেষ অনুগ্রহে শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টায় মো. নাফিউল ইসলাম নিয়াজ ২৪৪ দিনে হিফয সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এই কেন্দ্রিক মেধাবী ছেলেগুলো অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের হয়ে থাকে। নাফিউল ও এর ব্যতিক্রম নয়, আমরা তার জন্য দোয়া করি। সে একজন বড় আলেম হতে পারে।’