ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাসের এই দিনে ‘বলকান অঞ্চলে দ্বিতীয় যুদ্ধের সূচনা হয়’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • ৭৪ বার

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। আর এই গুরুত্বের কথা মাথায় রেখেই ‘দৈনিক আমাদের সময়’র পাঠকদের জন্য আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসে এই দিনে’।

আজ শনিবার, ২৯ জুন ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইতিহাসের পাতায় ২৯ জুনের ঘটনাবলি:

১৬১৩ -শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়।

১৭৫৭ – লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মীরজাফর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন।

১৮০৭ – রাশিয়া-তুরস্ক যুদ্ধে অ্যাডমিরাল দিমিত্রি সেনিয়াভিন অটোমান নৌবহর ধ্বংস করেন।

১৮১৭ – ব্রিটিশ পার্লামেন্টে ট্রেড ইউনিয়ন আইন পাস।

১৮৬৮ – প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়।

১৯১৩ – নরওয়েতে নারীদের ভোটাধিকার প্রদান।

১৯১৩ – বলকান অঞ্চলে দ্বিতীয় যুদ্ধের সূচনা হয়।

১৯৪৬ – বিকিনিতে যুক্তরাষ্ট্রের প্রথম পরমাণু বোমা পরীক্ষা।

১৯৬০ – জায়ারের স্বাধীনতা লাভ।

১৯৬৬ – মার্কিন বোমারু বিমান উত্তর ভিয়েতনামের হ্যানয়ে বোমা বর্ষণ করে।

১৯৭৬ – ব্রিটেনের কাছ থেকে সেইশেলস নামক দীপপুঞ্জটি স্বাধীনতা লাভ করে।

১৯৯১ – কোমেকোন নামক অর্থনৈতিক জোটের বিলুপ্তি ঘোষণা করা হয়।

১৯৯২ – আততায়ীর গুলিতে আলজেরিয়ার প্রেসিডেন্ট বোদিয়াফ নিহত হন।

আজ যাদের জন্মতারিখ:

১৮৫৮ – পানামা খালের মার্কিন প্রকৌশলী গোথেলস।

১৮৬৪ – স্যার আশুতোষ মুখোপাধ্যায়।

১৯২০ – ফরাসি লেখক ফ্রেদরিক দার্দ।

১৯২৫ – একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন অভিনেত্রী কারা উইলিয়ামস।

১৯৩৮ – বাংলাদেশি সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায়।

১৯৪৫ – শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা।

১৯৮০ – বিখ্যাত ইংরেজ গায়িকা ক্যাথেরিন জেনকিনস।

১৯৮৫ – স্কটিশ ক্রিকেটার ইয়ান ওয়ার্ডল।

১৯৮৬ – রোমানীয় গায়ক ও ডিজে এ্যাডওয়ার্ড মায়া।

১৯৮৮ – আর্জেন্টিনার পেশাদার ফুটবলার এভার বানেগা।

১৯৯৪ – মার্কিন অভিনেত্রী ক্যামিলা মেন্ডেস।

আজ যাদের মৃত্যু হয়

১৩১৫ – র‍্যামন লাল, লেখক ও দার্শনিক।

১৮৭৩ – মাইকেল মধুসূদন দত্ত, উনিশ শতকের বাঙালি কবি।

১৮৮৬ – এডলফ মন্টিসেলি, ফরাসি চিত্রশিল্পী ।

১৮৯৫ – টমাস হেনরি হাক্সলি, ইংরেজ জীববিজ্ঞানী, শিক্ষক ও অজ্ঞেয়বাদ দর্শনের অন্যতম প্রবক্তা।

১৯০৪ – টম এমেট, ইংরেজ ক্রিকেটার।

১৯১৯ – কার্ল ব্রুগমান, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯৫৮ – জর্জ গান, ইংরেজ ক্রিকেটার।

১৯৬৬ – দামেদার কোশাম্বী, বৌদ্ধ ধর্মবিশারদ।

২০০২ – উলাহ্‌-ইয়োহান ডাল, নরওয়েজীয় কম্পিউটার বিজ্ঞানী।

২০০৩ – ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী।

২০০৭ – এডওয়ার্ড ইয়াং, তাইওয়ানীয় চলচ্চিত্র নির্মাতা।

২০১৩ – মারগেরিতা হ্যাক, ইতালীয় নভো পদার্থবিজ্ঞানী ও লেখক।

২০১৪ – আবুল হোসেন, বাংলাদেশি কবি।

২০২০ – আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী, বাংলাদেশ সরকারের সাবেক সচিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইতিহাসের এই দিনে ‘বলকান অঞ্চলে দ্বিতীয় যুদ্ধের সূচনা হয়’

আপডেট টাইম : ১০:৫৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। আর এই গুরুত্বের কথা মাথায় রেখেই ‘দৈনিক আমাদের সময়’র পাঠকদের জন্য আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসে এই দিনে’।

আজ শনিবার, ২৯ জুন ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইতিহাসের পাতায় ২৯ জুনের ঘটনাবলি:

১৬১৩ -শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়।

১৭৫৭ – লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মীরজাফর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন।

১৮০৭ – রাশিয়া-তুরস্ক যুদ্ধে অ্যাডমিরাল দিমিত্রি সেনিয়াভিন অটোমান নৌবহর ধ্বংস করেন।

১৮১৭ – ব্রিটিশ পার্লামেন্টে ট্রেড ইউনিয়ন আইন পাস।

১৮৬৮ – প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়।

১৯১৩ – নরওয়েতে নারীদের ভোটাধিকার প্রদান।

১৯১৩ – বলকান অঞ্চলে দ্বিতীয় যুদ্ধের সূচনা হয়।

১৯৪৬ – বিকিনিতে যুক্তরাষ্ট্রের প্রথম পরমাণু বোমা পরীক্ষা।

১৯৬০ – জায়ারের স্বাধীনতা লাভ।

১৯৬৬ – মার্কিন বোমারু বিমান উত্তর ভিয়েতনামের হ্যানয়ে বোমা বর্ষণ করে।

১৯৭৬ – ব্রিটেনের কাছ থেকে সেইশেলস নামক দীপপুঞ্জটি স্বাধীনতা লাভ করে।

১৯৯১ – কোমেকোন নামক অর্থনৈতিক জোটের বিলুপ্তি ঘোষণা করা হয়।

১৯৯২ – আততায়ীর গুলিতে আলজেরিয়ার প্রেসিডেন্ট বোদিয়াফ নিহত হন।

আজ যাদের জন্মতারিখ:

১৮৫৮ – পানামা খালের মার্কিন প্রকৌশলী গোথেলস।

১৮৬৪ – স্যার আশুতোষ মুখোপাধ্যায়।

১৯২০ – ফরাসি লেখক ফ্রেদরিক দার্দ।

১৯২৫ – একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী মার্কিন অভিনেত্রী কারা উইলিয়ামস।

১৯৩৮ – বাংলাদেশি সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায়।

১৯৪৫ – শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা।

১৯৮০ – বিখ্যাত ইংরেজ গায়িকা ক্যাথেরিন জেনকিনস।

১৯৮৫ – স্কটিশ ক্রিকেটার ইয়ান ওয়ার্ডল।

১৯৮৬ – রোমানীয় গায়ক ও ডিজে এ্যাডওয়ার্ড মায়া।

১৯৮৮ – আর্জেন্টিনার পেশাদার ফুটবলার এভার বানেগা।

১৯৯৪ – মার্কিন অভিনেত্রী ক্যামিলা মেন্ডেস।

আজ যাদের মৃত্যু হয়

১৩১৫ – র‍্যামন লাল, লেখক ও দার্শনিক।

১৮৭৩ – মাইকেল মধুসূদন দত্ত, উনিশ শতকের বাঙালি কবি।

১৮৮৬ – এডলফ মন্টিসেলি, ফরাসি চিত্রশিল্পী ।

১৮৯৫ – টমাস হেনরি হাক্সলি, ইংরেজ জীববিজ্ঞানী, শিক্ষক ও অজ্ঞেয়বাদ দর্শনের অন্যতম প্রবক্তা।

১৯০৪ – টম এমেট, ইংরেজ ক্রিকেটার।

১৯১৯ – কার্ল ব্রুগমান, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯৫৮ – জর্জ গান, ইংরেজ ক্রিকেটার।

১৯৬৬ – দামেদার কোশাম্বী, বৌদ্ধ ধর্মবিশারদ।

২০০২ – উলাহ্‌-ইয়োহান ডাল, নরওয়েজীয় কম্পিউটার বিজ্ঞানী।

২০০৩ – ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী।

২০০৭ – এডওয়ার্ড ইয়াং, তাইওয়ানীয় চলচ্চিত্র নির্মাতা।

২০১৩ – মারগেরিতা হ্যাক, ইতালীয় নভো পদার্থবিজ্ঞানী ও লেখক।

২০১৪ – আবুল হোসেন, বাংলাদেশি কবি।

২০২০ – আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী, বাংলাদেশ সরকারের সাবেক সচিব।