ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রওশন এরশাদ জাপার চেয়ারম্যান ‘হাস্যকর’: জি এম কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • ৮৬ বার

জাতীয় নির্বাচন এলেই এরশাদের জাতীয় পার্টিতে শুরু হয় নাটক। যে চিত্র ছিল এরশাদের জীবদ্দশায়। তবে এরশাদবিহীন জাতীয় পার্টিতেও লেগে অস্থিরতা। যা ধীরে ধীরে চরমে পৌঁছেছে। এই অস্থিরতা মূলত জাপার নেতৃত্বের কোন্দল ঘিরে। যার একপাশে গোলাম মোহাম্মদ কাদের এবং আরেক পাশে রয়েছেন তার ভাবী রওশন এরশাদ। এবার জাতীয় পার্টির চেয়ারম্যান পদ নিয়ে দেবর-ভাবীর মধ্যে শুরু হয়েছে নতুন দ্বন্দ্ব।

আজ মঙ্গলবার গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান থাকা অবস্থায় জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলটির স্বঘোষিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

তবে বিষয়টিকে ‘হাস্যকর’ বলেছেন বর্তমান চেয়ারম্যান জি এম কাদের।

রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন বিষয়টির সত্যতা সম্পর্কে জানতে চাইলে তা ‘ভুয়া’ খবর বলে দাবি করেছেন দলের মহাসচিব মজিবুল হক চুন্নু।

এ বিষয়ে জি এম কাদেরের বক্তব্য কি- জানতে চাইলে মহাসচিব আমাদের সময়কে বলেন, ‘তার (জি এম কাদের) সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বিষয়টিকে “হাস্যকর” বলেছেন।’

তিনি জানান, দলের গঠনতন্ত্রে এইভাবে কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই।

মজিবুল হক চুন্নু আরও বলেন, ‘এই খবরটি ভুয়া। যাদের স্বাক্ষর করার কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন, তাদেরকে ব্লাকমেইল করা হয়েছে। গত বছর রওশন এরশাদ চিকিৎসা শেষে যখন দেশে এসেছিলেন তখন তারা তাকে দেখতে গিয়েছিলেন, ওই সময় এসব স্বাক্ষর নেওয়া হয়েছিল। কোনো সভায় তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করেনি।’

এদিকে আজ মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে রওশন এরশাদ এই দায়িত্ব গ্রহণ করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রওশন এরশাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ এবং সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’

পার্টির মেয়াদোত্তীর্ণ কমিটির চেয়ারম্যান জি এম কাদেরকে সরিয়ে দশম জাতীয় কাউন্সিল পর্যন্ত তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রওশন এরশাদ জাপার চেয়ারম্যান ‘হাস্যকর’: জি এম কাদের

আপডেট টাইম : ০৮:৪২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

জাতীয় নির্বাচন এলেই এরশাদের জাতীয় পার্টিতে শুরু হয় নাটক। যে চিত্র ছিল এরশাদের জীবদ্দশায়। তবে এরশাদবিহীন জাতীয় পার্টিতেও লেগে অস্থিরতা। যা ধীরে ধীরে চরমে পৌঁছেছে। এই অস্থিরতা মূলত জাপার নেতৃত্বের কোন্দল ঘিরে। যার একপাশে গোলাম মোহাম্মদ কাদের এবং আরেক পাশে রয়েছেন তার ভাবী রওশন এরশাদ। এবার জাতীয় পার্টির চেয়ারম্যান পদ নিয়ে দেবর-ভাবীর মধ্যে শুরু হয়েছে নতুন দ্বন্দ্ব।

আজ মঙ্গলবার গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান থাকা অবস্থায় জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলটির স্বঘোষিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

তবে বিষয়টিকে ‘হাস্যকর’ বলেছেন বর্তমান চেয়ারম্যান জি এম কাদের।

রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন বিষয়টির সত্যতা সম্পর্কে জানতে চাইলে তা ‘ভুয়া’ খবর বলে দাবি করেছেন দলের মহাসচিব মজিবুল হক চুন্নু।

এ বিষয়ে জি এম কাদেরের বক্তব্য কি- জানতে চাইলে মহাসচিব আমাদের সময়কে বলেন, ‘তার (জি এম কাদের) সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বিষয়টিকে “হাস্যকর” বলেছেন।’

তিনি জানান, দলের গঠনতন্ত্রে এইভাবে কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই।

মজিবুল হক চুন্নু আরও বলেন, ‘এই খবরটি ভুয়া। যাদের স্বাক্ষর করার কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন, তাদেরকে ব্লাকমেইল করা হয়েছে। গত বছর রওশন এরশাদ চিকিৎসা শেষে যখন দেশে এসেছিলেন তখন তারা তাকে দেখতে গিয়েছিলেন, ওই সময় এসব স্বাক্ষর নেওয়া হয়েছিল। কোনো সভায় তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করেনি।’

এদিকে আজ মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে রওশন এরশাদ এই দায়িত্ব গ্রহণ করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রওশন এরশাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ এবং সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’

পার্টির মেয়াদোত্তীর্ণ কমিটির চেয়ারম্যান জি এম কাদেরকে সরিয়ে দশম জাতীয় কাউন্সিল পর্যন্ত তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।