বিএনপির আন্দোলন এখন চোরাবালিতে আটকে গেছে:ওবায়দুল কাদের

বিএনপির আন্দোলন চোরাবালিতে আটকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘তারা (বিএনপি) ঢাকঢোল পিটিয়ে শুরু করে, প্যানপ্যানানিতে শেষ করে। যে আন্দোলনে জনগণ নেই, সেই আন্দোলন কোনো দিনই সফল হয় না।’

আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আন্দোলন ছিল তাদের নেতাকর্মীদের বাঁচানো। এখন তাদের টার্গেট, দেশে অশান্তি সৃষ্টি করা। কিন্তু তারা ব্যর্থ। তাদের অবৈধ দলের অবৈধ মহাসচিব; কোনো সম্মেলন হয় না। আমি তিনটি সম্মেলন ফেস করেছি।’

বিএনপি নিজেদের মধ্যে গণতন্ত্রের চর্চা করে না দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের দলেই তো গণতন্ত্র নেই। সেই দল আবার গণতন্ত্রের কথা বলেন। তাদের শীর্ষ নেতারা সাজাপ্রাপ্ত। মানুষ কীভাবে তাদের গ্রহণ করবে?’

‘তাদের আগে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে। আমরা জোর করে আক্রমণ করবো না; গায়ে পড়লে ছাড় দেব না।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘ফরিদপুরের নতুন কমিটির প্রতি আমার নির্দেশ- দলকে ঐক্যবদ্ধ রাখবেন, আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের শত্রু না হয়, তাহলে বাইরের শত্রু দলের কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের ‘‘ঘরের শক্র বিভীষণ’’। ফরিদপুরে অনেক ঘটনা, অনেক দুর্ঘটনা আছে; অনেক দুঃস্বপ্নের স্মৃতি আছে। এই ফরিদপুর জাতির পিতার জন্মভূমি। একজন আমাদের রাজনৈতিক স্বাধীনতার; আরেকজন মুক্তিসংগ্রামের কাণ্ডারি। মহান আল্লাহ তাদের এখানে সৃষ্টি করেছেন।’

ফরিদপুরকে পরগাছামুক্ত করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, ‘ঘরের লোকের কলহ-বিবাদ দূর করুন।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন খুব বেশি দূরে নয়। শুধু ইউপি নির্বাচনে জয়লাভ করলে হবে না, জাতীয় নির্বাচনে সবকয়টি আসনে জয়ী হতে হবে, এ জন্য এখন থেকে কাজ শুরু করুন।’

মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক সভাপতিত্ব করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, আওয়ামী লীগ নেতা মো. ফারুক হোসেন, শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা একে আজাদ, শ্যামল ব্যানার্জী, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, আব্দুর রাজ্জাক মোল্লা ছাড়াও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান ছিলেন।

অনুষ্ঠানে বিদেশি সাতটি ভাষায় বঙ্গবন্ধুর ভাষণ উপস্থাপনকারী এবং ৭ মার্চের ভাষণ প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে দেশে প্রথমবারের মতো বিদেশি সাতটি ভাষায় বঙ্গবন্ধু এ ভাষণটি উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর