অষ্ট্রগ্রামের মাহাবুবুল আক্তার যুবদলের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক নির্বাচিত

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রিয় যুবদলের নবগঠিত পূর্নাঙ্গ কমিটিতে সহ-মানবধিকার বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হলেন ঢাকা জজ কোর্টের এডভোকেট ও মেধাবী যুবনেতা মাহবুবুল আলম আক্তার। তিনি কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম উপজেলার দেওগড় ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত জালাল উদ্দিন মিয়ার ছেলে। জানা যায় গত বুধবার সকালে প্রেস ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান বিগত সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে যে নেতা দলের পক্ষে বলিষ্ট ভুমিকা রেখেছেন ও দলের সবদিক বিবেচনা করে ২৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। নব-নির্বাচিত সহ-মানবধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট মাহাবুবুল আলম আক্তার বলেন আমি মহান আল্লার নিকট শুকরিয়া জানাই দল আমাকে সঠিক মুল্যায়ন করেছে। অন্যদিকে বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারন্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি/সম্পাদক, কিশোরগঞ্জ ৪ আসনের কর্ণদার হাওরের গনমানুষের নেতা ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক সদস্য সচিব এডভোকেট ফজলুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে গনতন্ত্র ও বাংলাদেশের মালিক জনসাধারণের ভোটাধিকার পুনঃরুদ্ধার সংগ্রামে নিজেকে সমর্পণ করে দলের জন্য বলিষ্ট ভূমিকা রাখবো ইনশাল্লাহ।

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর