প্রধানমন্ত্রীকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন উপহার দেব : মাহি

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি নৌকায় ভোট চাওয়ার জন্য। আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপনির্বাচনে আমরা সবাই নৌকা প্রতীকে ভোট দেব কিনা, সবাই হাত তুলেন, সবাই ভোট দিতে যাব। দলে দলে ভোট দিতে যাব। আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জিয়াউর রহমানকে ভোট দিতে ভোটকেন্দ্রে যাব। তাকে জয়যুক্ত করব। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেব।

আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, গোমস্তাপুর) আসনের উপনির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাসের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান।

dhakapost

প্রধান অতিথির বক্তব্যে এসএম কামাল হোসেন বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, সমৃদ্ধির প্রতীক। নৌকা গণতন্ত্রের প্রতীক। নৌকায় ভোট দিলে বাংলাদেশের মানুষ ভালো থাকে। আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য উপনির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা হারলে, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রিত্ব যাবে না। কিন্তু নৌকা হারলে আপনারা হেরে যাবেন। নৌকা হারলে মুক্তিযোদ্ধারা হেরে যাবেন, বাংলাদেশ হারবে,  বাংলাদেশের উন্নয়ন হারবে। তাই নৌকাকে বিজয়ী করার বিকল্প নেই।

জনসভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, ডা. গোলাম রাব্বানী, সৈয়দ নজরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর