১৮ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় রদবদল

হাওর বার্তা ডেস্কঃ পুলিশের ১৬ জন অতিরিক্ত সুপার এবং দুজন সহকারী পুলিশ পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। বুধবার পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ কমিশনার(এডিসি) মো. মাঈনুল ইসলামকে ঢাকা ডিআইজি রেঞ্জের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। আর ঢাকা টিএন্ডআইএমের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলীকে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায়, ঢাকা ডিআইজি রেঞ্জের মাকসুদা লিমাকে ঢাকা মহানগর পুলিশে, ডিএমপিতে, টাঙ্গাইল সদর সার্কেলের মুহাম্মদ সারোয়ার হোসেনকে টাঙ্গাইল জেলায়,নেত্রকোনা বারহাট্টা সার্কেলের মো.সাইদুর রহমানকে শেরপুরের সদর সার্কেলে, শেরপুরের সদর সার্কেলের মোহাম্মদ হান্নান মিয়াকে সিরাজগঞ্জ জেলায়,রংপুর ডিআইজি রেঞ্জ কার্যালয়ের মো. শরিফুল আলম, খাগড়াছড়ির সদর সার্কেলের জিনিয়া চাকমা এবং নওগাঁ সদর সার্কেলের মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানকে ঢাকার এন্টিটেরোরিজমে বদলি করা হয়েছে। আর রংপুর ডিআইজি রেঞ্জের কার্যালয়ে সংযুক্ত মো. শামীম কুদ্দুস ভুইয়াকে কক্সবাজার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কে এম আবুল বাছের এবং বান্দরবান ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মোহাম্মদ নূরুল আফছারকে ঢাকার আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তরে, হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মু: আব্দুল মুবীনকে নওগাঁর পত্মীতলা সার্কেলে, পিরোজপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু ছালেহকে বরগুনার পাথরঘাটা সার্কেলে, বগুড়া শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুল ইসলাম সিদ্দিকীকে এপিবিএন সদর দপ্তরের এএসপি, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি) মো. আরিফ হোসেনকে বেতবুনিয়া পিএসটিএসের এএসপি (রাঙ্গামাটিতে সংযুক্ত) এবং ট্যুরিস্ট পুলিশের এএসপি কৃষ্ণ কুমার সরকারকে রংপুর ডিআইজি রেঞ্জ কার্যালয়ের এএসপি হিসেবে বদলি করা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর